বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আজ(বৃহস্পতিবার) বাফুফে কর্তাদের সাথে সভা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। নানান দিক-নির্দেশনা দেয়ার পাশাপাশি বাফুফে’র করা বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দিয়েছেন তিনি।
সভা শেষে সংবাদমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন, ‘বাফুফের নতুন নির্বাচিত কমিটির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। তারা আমাদের কাছে কিছু দাবি পেশ করেছেন। অতীতেও বাফুফের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, তাদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করেছি। আগামী চার বছর মেয়াদে বাফুফে তাদের বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি কীভাবে করতে চায়, সেগুলো নিয়ে আমার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিভাবে আমরা বাফুফেকে সাহায্য করতে পারি, সেসব নিয়ে কথা হয়েছে। এগুলো মন্ত্রণালয়ের বৈঠকে উত্থাপিত হবে এবং আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বাফুফে’র জানানো দাবির মধ্যে প্রধান ছিলে স্টেডিয়াম। দুটি আলাদা স্টেডিয়াম চেয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এই বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ‘বাফুফে সভাপতি আমাদের কাছে দুটি আলাদা ফুটবল স্টেডিয়াম চেয়েছেন। একটি ঢাকা বা ঢাকার আশেপাশে, আরেকটি ঢাকার বাইরে। এটা বাস্তবায়ন করতে ইতোমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। সেটার কার্যক্রমও ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। ঢাকার বাইরে কক্সবাজারে একটি ফুটবল স্টেডিয়াম হবে। সেটার নকশাও (আউটলুক) প্রস্তুত হয়ে গেছে। আজই সেটি দেখে প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। ভবিষ্যতে সুযোগ হলে এরকম আলাদা ফুটবল স্টেডিয়াম আরও নির্মাণ করা হবে।’
এদিকে পল্টন আউটার স্টেডিয়ামকে আধুনিকায়ন করা হবে বলে জানানে হয়েছে। এছাড়া বাফুফে’কে আর্থিক অনুদান প্রদান ও তার সঠিক সঠিক ব্যবহার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সভায় ক্রীড়া প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি কাজী নাবিল আহমেদসহ অন্যরা।