বিশ্ব ফুটবলে পারফরম্যান্স এনালিস্টদের ভূমিকা দিন দিন বাড়ছে, তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এতদিন এই গুরুত্বপূর্ণ পদে কোনো স্থায়ী নিয়োগ দেয়নি। তবে সেই শূন্যস্থান পূরণ করেছে বাফুফে।বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং ক্লাব পর্যায়ে দীর্ঘদিন পারফরম্যান্স এনালিস্ট হিসেবে কাজ করা নাসিফ ইসলামকে বাফুফের প্রথম স্থায়ী পারফরম্যান্স এনালিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী এক বছর তিনি জাতীয় পুরুষ এবং নারী দলের সঙ্গে কাজ করবেন।

এর আগে নাসিফ ইসলাম বাফুফেতে দুই দফায় খণ্ডকালীন ভিত্তিতে কাজ করেছেন। দুই বারই অনূর্ধ্ব-২৩ দলের পারফরম্যান্স এনালিস্ট হিসেবে তিনি কাজ করেছিলেন। কোচ মারুফুল হক এবং জুলফিকার মাহমুদ মিন্টুর অধীনে নাসিফ দক্ষতার প্রমাণ দিয়েছিলেন।

বয়সভিত্তিক জাতীয় দল ছাড়াও নাসিফ সাইফ স্পোর্টিং ক্লাব এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবেও পারফরম্যান্স এনালিস্ট হিসেবে কাজ করেছেন। তবে ২০২৩ সালের আগস্ট মাসে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ফুটবল কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহার করে নিলে নাসিফ আর কোনো ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন না।

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু নাসিফ ইসলামকে ভিডিও অ্যানালিস্ট হিসেবে যুক্ত করেছেন। ১ জানুয়ারি বাফুফে এএফসির কাছে কোচদের তালিকা প্রেরণ করেছে, যেখানে নাসিফকে সহকারী কোচ হিসেবেও অন্তর্ভুক্ত করা হয়েছে। নাসিফের এএফসি বি লাইসেন্স কোচিং ডিগ্রি রয়েছে, যা তার দক্ষতার আরেকটি স্বীকৃতি।

Previous articleফেডারেশন কাপে মোহামেডান-আবাহনীর ঢাকা ডার্বি আজ
Next articleমোহামেডানকে হারিয়ে ফেড কাপ জমিয়ে দিল আবাহনী!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here