আগামী ১৫ ই জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগ ২০২৫। ‘এসো দেশ বদলাই, পৃথিবীকে বদলাই’ মূলমন্ত্রকে ধারণ করা তারুণ্যের উৎসব ২০২৫ এর অন্তর্ভুক্ত এই ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে মোট ৬২ টি জেলা ও বিকেএসপির। প্রথম গোপালগঞ্জ ও সাতক্ষীরা জেলা অংশগ্রহণ না করার কথা থাকলেও বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে আমন্ত্রণ জানানো হবে।

বাংলাদেশের ফুটবল উন্নত ও এগিয়ে নিতে গেলে তৃণমূল পর্যায় থেকে সংস্কারের প্রয়োজন। এই সংস্কার কাজের একটি অংশ নতুন করে ফুটবলার তৈরি করা। নতুন ফুটবলার ক্ষেত্রে জাতীয় ফুটবল লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এতে করে উঠে আসে উদীয়মান সব ফুটবলার। এবারের বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগ শুরু হবে ১৫ ই জানুয়ারি থেকে, চলবে ১৫ ই জুলাই পর্যন্ত।

দীর্ঘ সাত মাসের এই ফুটবল লীগে অংশ নিবে ৬২ টি জেলা এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। পূর্বে গোপালগঞ্জ ও সাতক্ষীরা জেলা অংশগ্রহণ না করার কথা থাকলেও পরবর্তীতে তাদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২রা জানুয়ারি লীগের ড্র অনুষ্ঠান আয়োজিত হবে। এই লীগে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের বয়সের সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হবে। ২০১০ সালের ১ লা জানুয়ারি থেকে ২০১২ সালের ৩১ শে ডিসেম্বর তারিখের মধ্যে জন্মগ্রহণকারী ফুটবলাররা এই লীগ খেলার বৈধতা রাখে।

আগামী ২৪ থেকে ৩১ শে ডিসেম্বরের মধ্যে খেলোয়াড়দের বয়স যাচাই করা হবে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে ২ টি করে ভেন্যুসহ সর্বমোট ১১ টি ভেন্যুকে খেলার জন্য নির্ধারণ করা হয়েছে। ভেন্যু গুলো হলো নরসিংদী, রাজবাড়ী, কুমিল্লা, কক্সবাজার, খুলনা,ঝিনাইদহ, রাজশাহী, বরগুনা,সিলেট, রংপুর এবং জামালপুর। প্রতিমাসে ২ টি করে ভেন্যুর খেলার খেলা আয়োজন হবে। লীগের চূড়ান্ত পর্বে থাকবে ১০ টি জোন চ্যাম্পিয়ন, বিকেএসপি ও চূড়ান্ত পর্বের আয়োজক জেলা।

Previous articleওয়ান্ডারার্সের জালে ব্রাদার্সের গোল উৎসব;ফর্টিসে রুদ্ধ কিংস!
Next articleবাংলাদেশ নিয়ে হামজার যত ভাবনা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here