বাফুফে কমিটির এক পদের ফয়সালা শনিবার

0
28

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাফুফের উপ-নির্বাচন। গত ২৬ শে অক্টোবর বাফুফে নির্বাচনে ১৫ তম সদস্য পদের জন্য দুই প্রার্থী সমান ভোট পেয়েছিলো। তাই তাদের মধ্যকার টাই নিষ্পত্তির আগামীকাল নতুন করে পুনঃনির্বাচন আয়োজন করা হয়েছে।

বাফুফের ১৫নং সদস্য পদে সমান ৬১টি ভোট পেয়েছিলেন এখলাছ উদ্দিন ও সাইফুর রহমান মনি। তবে ১৫নং সদস্য হিসেবে যেকোনো একজনের নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। আর সেজন্যই এই দুজনের মধ্যে যেকোন একজন নির্বাচিত হবেন। গত ৯ ই নভেম্বর বাফুফের নতুন কমিটির প্রথম সভায় সকলের সম্মতিক্রমে আগামী ৩০ তারিখ পুনঃনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এখলাছ উদ্দিন চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতির দায়িত্বে আছেন। সুনামধন্য ফুটবল সংগঠক হিসেবে তার খ্যাতি রয়েছে। এছাড়া তিনি এম আর লজিস্টিক লিমিটেডের ব্যবস্থাপকের দায়িত্বও পালন করে আসছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান মনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়। বর্তমানে তিনি একটি দলের কোচের দায়িত্বে আছেন। জাতীয় দলের সাবেক খেলোয়াড় হওয়ার কারণে ভোটের পাল্লা কিছুটা মনির দিকে ভারী হয়ে আছে। কারণ ভোটার মধ্যে অনেক সাবেক খেলোয়াড় থাকার কারণে ভোটের দৌড়ে তিনি এগিয়ে থাকবেন তা অনুমেয়। এছাড়া সাবেক খেলোয়াড় হিসেবে সকলের কাছে তার চাহিদাও ব্যাপক।

তবে এখলাছ উদ্দিনও পিছিয়ে নেই। ভোটের ক্ষেত্রে তার দক্ষ ক্রীড়া সংগঠকের ভূমিকা বড় প্রভাব ফেলবে। আগামী ৩০ শে নভেম্বর এই প্রার্থীর মধ্যে পুনঃনির্বাচন আয়োজন করা হবে বলে আগে থেকে নির্ধারণ করা ছিলো। ভোট শুরু হবে সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত। বাফুফের ভবনের কনফারেন্স রুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের অব্যবহিত পর ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

এই নির্বাচনের আগের নির্বাচনেও সহ-সভাপতি পদে বাফুফের বর্তমান নির্বাচিত সভাপতি তাবিথ আওয়াল ও মহিউদ্দিন মহীর মধ্যে টাই হয়েছিল। পরবর্তীতে উপনির্বাচন আয়োজন করে বাফুফের নির্বাচন কমিশন। সেখানে নির্বাচিত হয়েছিলেন মহিউদ্দিন মহী।

Previous articleচট্টগ্রাম আবাহনীকে বিধ্বস্ত করে লিগ শুরু বসুন্ধরা কিংসের
Next articleবাফুফের পুনঃনির্বাচনে মনি’র জয়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here