গত ২৬ শে অক্টোবর অনুষ্ঠিত হয়েছিলো বাফুফে নির্বাচন। ক্ষমতায় বসেছে নতুন মুখ। আগামীকাল ৯ ই নভেম্বর বাফুফের নতুন কমিটির প্রথম সভা। এ সভার মূল বিষয়বস্তু থাকবে ২৮ টি। এর আগে এতো বেশী পরিমাণে আলোচ্যসূচি নিয়ে কখনো সভা অনুষ্ঠিত হয় নি।

নির্বাচিত কমিটির প্রথম সভায় ফেডারেশনে সাব কমিটি গঠন করা হয়ে থাকে। ফেডারেশনের সহ-সভাপতিদের সাধারণত এই সকল কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এবারের সভায়ও এই দিকটিই অনুসরণ করা হবে বলে ধারণা করা যায়। এছাড়া গঠনতন্ত্র সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয় এবার কমিটির প্রথম সভায় রাখা হয়েছে।

সভায় বাফুফের সকল ব্যাংক স্টেটমেন্ট নিয়েও আলোচনা করা হবে। কাজী সালাউদ্দিনের গত কমিটি প্রায় ১৫ কোটি টাকা দেনা রেখেছেন। এই প্রসঙ্গে বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল বেশ শক্ত অবস্থানে নিয়েছেন নিজেকে। তিনি সকল প্রকার লেনদেনের জানতে চেয়েছেন। ফিফা, এএফসি ও অন্যান্য পৃষ্ঠপোষকদের থেকে প্রাপ্ত অর্থের বিষয়ে আলোচনা করা হবে সভায়। এছাড়া ভেন্ডরদের নাম ও তালিকা, ভ্যাট ও ট্যাক্স কাঠামো এবং বাফুফের স্থায়ী ও অস্থায়ী সম্পদের তথ্য সম্পর্কে আলোচনা করা হবে।

সকল জেলা ফুটবল এসোসিয়েশন কমিটি নিয়ে পর্যালোচনা করা হবে সভায় এবং প্রয়োজনীয় কমিটি গঠনের ব্যাপারও আলোচনার বিষয়বস্তুতে থাকছে। বাদ যায় নি নারী ও পুরুষ ফুটবলের বিষয়। আগামীকালের সভায় বাংলাদেশ পুরুষ ও নারী জাতীয় দল এবং বয়সভিত্তিক দলগুলো নিয়ে সার্বিকভাবে আলোচনার কথা রয়েছে। এছাড়া বাফুফের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তা নির্ণায়নের মান নিয়েও আলোচনা করা হবে বলেও জানা গেছে।

Previous articleশনিবার নতুন কমিটির প্রথম সভায় আসবে গুরুত্বপূর্ণ ‍সিদ্ধান্ত!
Next articleসাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here