বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। নজরদারি চলছে প্রার্থী ও ভোটারদের উপর। বাফুফে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে তিন সদস্যের মনিটরিং কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ।
রোববার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি জানান, ‘বাফুফের নির্বাচন যাতে সুষ্ঠু ও অবাধ হয় সেজন্য আমরা জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করেছি। আশা করছি, এই টিম দু’দিনের মধ্যে কার্যকর হবে। নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সার্বক্ষণিক কাজ করবে টিম। আপাতত তিন সদস্যের টিম হলেও এর সদস্য সংখ্যা বাড়তে পারে।’
কমিটির সদস্যরা হলেন- ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) তৌহিদুর রহমান, উপ-পরিচালক আবুল হোসেন হাওলাদার এবং আইন কর্মকর্তা এসএম কবিরুল হাসান। আগামী ০৩ অক্টোবর হোটেল প্যান প্যাসিফিকে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন ২০২০।