নির্বাচিত হওয়ার পর আজ প্রথমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আসেন নয়া সভাপতি তাবিথ আউয়াল। ২৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের ১০ দিন পর মঙ্গলবার বিকেলে বাফুফে ভবনে আসেন নতুন সভাপতি। প্রথমদিন বাফুফেতে বেতনভুক্ত কর্মচারীদের পাশাপাশি সাফ চ্যাম্পিয়ন নারী দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে তিনি।
নয়া সভাপতি তাবিথ আউয়ালকে ফুল দিয়ে বরণ করে নেয় বাফুফের স্টাফরা। উপস্থিত ছিলেন নির্বাচিত অন্যান্য কর্মকর্তারাও। এরপরই সাফ চ্যাম্পিয়ন নারী দলের সদস্যদের সাথে দেখা করেন সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারা।
আজ বাফুফে ভবণে তাবিথ আউয়াল এসেছিলেন মূলত সকলের সাথে পরিচিত হতে। আজকের আলোচনাকে একটি সোশ্যাল গ্যাদারিং হিসেবে দেখছেন তিনি। তাবিথ বলেন,
‘আজকে আমরা বাফুফের সকল স্টাফ, শীর্ষ থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত সবার সঙ্গে পরিচিত হয়েছি। নিজেদের মধ্যে দ্রুত একটা মতবিনিময়ও হয়েছে। এরপরই আমরা সম্প্রতি সাফজয়ী নারী দলের ফুটবলারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি এবং আগামী দিনের কিছু পরিকল্পনার কথা বলেছি। তবে অত বেশি কিছু আলোচনা হয়নি। আগামী দিনে আমরা আরও গুরুত্ব দিয়ে বসবো নির্বাহী কমিটি ও সাব-কমিটিগুলোসহ। আজ একটা সোশ্যাল গ্যাদারিং হয়েছে সবার মধ্যে।’
শনিবার হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন কমিটির প্রথম সভা। সেদিনই বাফুফের পক্ষ থেকে সাফ চ্যাম্পিয়নদের জন্য পুরস্কার ঘোষণা করা হবে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাফুফে বস বলেন,
‘সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য নারী ফুটবলারদের অবশ্যই কিছু না কিছু প্রাপ্য। ওদের প্রাপ্য ও সাফল্য নিয়ে নির্বাহী কমিটিতে অনুমোদন করে আমরা কিছু করবো। এখন কোনও সিদ্ধান্ত হয়নি, যা হওয়ার হবে নির্বাহী কমিটির সভায়। কমিটি অনুমোদন দিলে আপনাদের জানাবো।’
নতুন কমিটি নির্বাচিত হওয়ার পরই সাফ জয় করে মেয়েরা। এই ধারাবাহিকতা ধরে রাখাকে চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন তাবিথ আউয়াল। তিনি বলেন,
‘নতুন কমিটির যাত্রার শুরুতেই চ্যাম্পিয়ন ট্রফি। আবার আরেকদিকে চ্যালেঞ্জও। নারী দল যে স্ট্যান্ডার্ড সেট করেছে, সেটা অন্তত ধরে রাখতে হবে।’
৯ নভেম্বর নির্বাহী কমিটির প্রথম সভাকে সামনে রেখে তাবিথ বলেন,
‘আজকে কোনও গুরুত্বপূর্ণ আলোচনা কারও সঙ্গেই করিনি। ৯ তারিখে নির্বাহী কমিটির সভায় আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাবো। এটা একটা খেলা, অত সিরিয়াস হওয়ার কিছু নেই। আমরা খেলোয়াড়সুলভ মনমানসিকতা নিয়ে আগামী চার বছর এগিয়ে নিতে চাই, সেটারই একটা বার্তা নিয়ে আমরা এসেছি।’