ফুটবলাঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া।সেই সময় আজ সন্ধ্যায় আকস্মিক খবর বাফুফে নির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরু আর নেই। মাত্র ৪৯ বছর বয়সে স্ত্রী,দুই ছেলে, এক কন্যাকে রেখে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ক্রীড়া সংগঠক।

২০২০ সালের নির্বাচনে প্রথম বারের মতো বাফুফে নির্বাচনে সদস্য নির্বাচিত হন। বাফুফের অনেক কর্মকান্ডেই বেশ সক্রিয় ছিলেন নুরু। বিশেষ করে নারী ফুটবলের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল বেশি। নুরুর আকস্মিক প্রয়াণে হতভম্ব বাফুফের অনেক নির্বাহী সদস্য।

২০১৬ সালে বাফুফে সভাপতি পদে মনোনয়ন কিনে আলোচনায় আসেন নুরু। ঐ নির্বাচনে শেষ পর্যন্ত তিনি আরেক সভাপতি প্রার্থী কামরুল আশরাফ পোটনকে সমর্থন দেন। ২০২০ সালে নির্বাচনে অবশ্য তিনি কাজী সালাউদ্দিনের প্যানেলে ছিলেন। তিনি পঞ্চম সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হন। জুনিয়র বিভাগের দল টঙ্গী ক্রীড়া চক্র, নারী লিগে সিরাজ স্মৃতি সংঘ দলের অন্যতম প্রধান ছিলেন নুরু।

Previous article২০২৪-২৫ মৌসুম শুরুর সময় জানালো বাফুফে
Next articleপিছু হটলেন রুহুল আমিন; বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি হচ্ছেন ইমরুল হাসান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here