মঙ্গলবার বিকালে হঠাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। প্রায় পনেরো মিনিট ধরে চলা এই বৈঠকের বিষয়ে দু’জনের কেউই গণমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তবে এ সময় ফেডারেশনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

সম্প্রতি ১৮ জন নারী ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করেছেন, যার ফলে তারা চুক্তিতেও স্বাক্ষর করেননি। অপরদিকে, অন্য ৩৬ জন নারী ফুটবলার কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে বাফুফে সভাপতির সঙ্গে অধিনায়কের এই আকস্মিক বৈঠক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি তাবিথ আউয়াল। তবে জানা গেছে, জাতীয় নারী দলের চলমান সংকট, আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফর ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের একপর্যায়ে ফেডারেশনের কয়েকজন কর্মকর্তা কক্ষে প্রবেশ করলে তখন অন্যান্য স্বাভাবিক বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বাফুফে সভাপতি বলেন,

‘আমাদের আলোচনা ব্যক্তিগত, তাই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। তবে দুই পক্ষেরই সুবিধাজনক সমাধানের ব্যাপারে আমি আশাবাদী। এর জন্য ধৈর্য ও উভয় পক্ষের নিয়মিত সম্পৃক্ততা প্রয়োজন।’

অন্যদিকে, অধিনায়ক সাবিনাও আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন,

‘সভাপতির সঙ্গে অন্য বিষয়ে কথা বলেছি। চলমান ইস্যু নিয়ে আলোচনা হয়নি। কিছু হলে তো আপনারা জানতে পারবেন।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আজ ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হতে পারেন বলে জানা গেছে। নারী ফুটবল দলের সংকট সমাধানে ফেডারেশন কী ধরনের পদক্ষেপ নেবে, সেটিই এখন ফুটবলপ্রেমীদের প্রধান কৌতূহলের বিষয়।

Previous articleবাংলাদেশের জার্সি ডিজাইন করছেন এক প্রবাসী; বাফুফে-দৌড় আনুষ্ঠানিক চুুক্তি সম্পন্ন
Next articleনারী ফুটবলার ও কোচ দ্বন্দ্ব: অনন্তকাল অপেক্ষা করা হবে না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here