অবশেষে আজ মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২০-২১ এর দ্বিতীয় পর্বের খেলা। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলায় ফিরেই প্রাধান্য বিস্তার করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। উত্তর বারিধারা ক্লাবকে পরাজিত করেছে ৬-০ গোলের বড় ব্যবধানে।

ম্যাচ শুরুর ৩ মিনিটেই খালেদ শাফির লম্বা থ্রো-ইন থেকে রাউল ব্যাসেরা হেডে লক্ষ্যভেদ করলে লিড পায় কিংস। ব্যবধান বাড়াতেও বেশি সময় নেয়নি তারা। ১১ মিনিটে রবিহোর পাস থেকে ব্যবধান দ্বিগুন করেন জোনাথন।

এরপর ৩৪ মিনিটে গোল করেন রবসন। গোলরক্ষককে কাটিয়ে ফাঁকায় সহজ বলটি তৈরি করে দেন জোনাথন। কিছুক্ষন পর একটি আক্রমন থেকে নেয়া প্রবাসী ফুটবলার তারিক কাজীর শট বারে লেগে ফিরে না আসলে ব্যবধান তখনই বড় হতে পারতো। এতে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় অস্কার ব্রুজনের শিষ্যরা।

বিরতির থেকে ফিরে ব্যবধান কমানোর সুযোগ পায় বারিধারা। কিংস গোলরক্ষক জিকোকে পরাস্ত করে বল নিয়ে খালি পোস্টে ডুকে পড়েন বারিধারার সুজন বিশ্বাস। কিন্তু তার শট গোল লাইনে ঠেকিয়ে দেন তপু বর্মন। উল্টো ৫৫ মিনিটে রবিনহোর পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন জোনাথন। ম্যাচের ৬৩ মিনিটে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা দাড়িয়ে থাকা ব্যাসেরাকে পাস দেন ইব্রাহিম। সেখান থেকে গোল করে লিড ৫-০ করেন এই আর্জেন্টাইন।

ইনজুরি সময়ে কিংসের বদলি নামা উইং ব্যাক সুশান্ত ত্রিপুরা আক্রমনে এসে বল নিয়ে বারিধারার বক্সে ডুকে পড়েন। তখন তাকে ফাউল করায় পেনাল্টি পায় কিংস। স্পট কিক থেকে গোল করে বারিধারার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রবিনহো। এতে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

এই ম্যাচ শেষে ১৩ খেলায় ১২ জয়ে বসুন্ধরা ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করচে। সমান ম্যাচে ষষ্ঠ হারে ৯ পয়েন্ট নিয়ে ১১তম উত্তর বারিধারা।

Previous articleআবাহনীকে সরিয়ে দিলো এএফসি!
Next articleআবাহনীকে আটকে দিলো কুয়াকাউ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here