আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইন্দোনেশিয়ার বালি’তে প্রীতি ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে। আজ শনিবার দুপুর ১২:৩০ টায় বাফুফের এক সভায় সর্বসম্মতিক্রমে উক্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্বের দায়িত্বে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।
এই পর্যন্ত ৬ বার ইন্দোনেশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। তারমধ্যে বাংলাদেশের মাত্র ১ জয়ের বিপরীতে ইন্দোনেশিয়ার ৪ ম্যাচে। অন্য ম্যাচটি ড্র হয়। ১৯৭৫ সালে মারডাকা কাপে সর্বপ্রথম বাংলাদেশের মুখোমুখি হয় ইন্দোনেশিয়া। সেই ম্যাচে ৪-০ গোলের জয় পায় ইন্দোনেশিয়া। দুই দলের শেষবার দেখা হয়েছিলো এক যুগেরও বেশী সময় আগে। ২০০৮ সালের সেই দেখায় ২-০ পরাজিত হয় বাংলাদেশ। বাংলাদেশের একমাত্র জয়টি ছিলো ১৯৮৫ সালে বিশ্বকাপ বাছাইয়ে। সেবার বাংলাদেশ ২-১ গোলে ইন্দোনেশিয়াকে।
মুখোমুখি লড়াইয়ের পাশাপাশি র্যাংকিং বিবেচনায়ও এগিয়ে আছে ইন্দোনেশিয়া। বর্তমানে ফিফা র্যাংকিংয়ে ৯৯২.৩১ রেটিং পয়েন্ট নিয়ে ১৬৪ তম স্থান আছে ইন্দোনেশিয়া। অন্যদিকে ৯০৭.৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ফিফা র্যাংকিংয়ের ১৮৭ স্থানে আছে বাংলাদেশ। পরিসংখ্যান বিচারে বাংলাদেশ ইন্দোনেশিয়ার চেয়ে পিছিয়ে থাকলেও মাঠের খেলায় একবিন্দু ছাড় দিবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
এছাড়া উক্ত সভায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক হিসেবে স্পেনের নাগরিক জ্যাভিয়ার ফার্নান্দেজকে নিয়োগের ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সূত্র অনুযায়ী, আপাতত এক বছরের চুক্তি হবে ৩৭ বছর বয়সী এই স্প্যানিশ কোচের সঙ্গে। জানুয়ারির ফিফা উইন্ডোতেই বাংলাদেশের ডাগআউটে দেখা যাবে ক্যাবরেরাকে। জামাল-তপুদের দায়িত্ব নিতে আগামী সপ্তাহে ঢাকায় আসবেন তিনি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার একাডেমির সাবেক এই কোচ সাম্প্রতিক সময়ে দায়িত্ব পালন করছিলেন আরেক স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো আলাভেসের যুব এলিট একাডেমির। এছাড়া দুই বছরের অধিক সময় ধরে তিনি লা লিগার টেকনিকেল ডিরেক্টর পদেও দায়িত্বরত ছিলেন। সে সময় লা লিগার স্কুল ফুটবল কার্যক্রমের অংশ হিসেবে ভারতের বিভিন্ন স্কুলের হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে ফুটবলীয় জ্ঞান ছড়িয়ে দিয়েছেন তিনি।
এর আগে ২০১৩ থেকে ২০১৫ অব্দি ভারতীয় ক্লাব স্পোর্টিং গোয়ার মূল দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন ক্যাবরেরা। পাশাপাশি টেকনিকেল ডিরেক্টর হিসেবে ক্লাবটির একাডেমির বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের ফুটবলীয় দিক্ষা দিয়েছেন তিনি। কোচিংয়ের পাশাপাশি জনপ্রিয় ওয়েবসাইট ‘ওপ্টা স্পোর্টস’এর বিশেষজ্ঞ এনালিস্ট হিসেবে কাজ করেছেন টানা ছয় বছর। ফুটবলের পাশাপাশি বিজ্ঞাপন ও বিপনণ বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি রয়েছে ক্যাবরেরার।