বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন গতকাল হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। দীর্ঘ ২৫ দিন হাসপাতালে থেকে মঙ্গলবার সন্ধ্যায় বাসায় ফিরেন তিনি।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ২৮ ডিসেম্বর বাফুফে সভাপতির হৃদযন্ত্রে অস্ত্রপচার হয়েছে। সফল অস্ত্রোপচারের পর থেকে কাজী সালাউদ্দিনকে নিবিড় পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছিল আইসিইউতে। অস্ত্রপচার হওয়ার পর সাত দিন আইসিইউতে ছিলেন। সেখানে ৫ দিন থাকার পর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় চিকিৎসকরা সালাউদ্দিনকে বাসায় নেওয়ার অনুমতি দেন।
বুকে ব্যথা নিয়ে গত ১৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাজী সালাউদ্দিন। ভর্তি হওয়ার পর বাফুফে সভাপতির হৃদযন্ত্রে নানা পরীক্ষা-নিরীক্ষা হয়। এনজিওগ্রামে কয়েকটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে বাফুফে সভাপতির হার্টের ব্লক অপসারণ করেন।