আজ (সোমবার) দুপুরে সাফের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা থাকলেও আরো সময় নিতে চান অস্কার ব্রুজন। মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আজ বিকেলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের শেষ অনুশীলন সেশন রয়েছে। এই অনুশীলন সেশনের পরই দল ঘোষণা করতে চান অস্কার। “আমার আরও একটা অনুশীলন সেশন আছে। সেই অনুশীলন শেষে সিদ্ধান্ত নেব।”
২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে কারা থাকবেন সেসব নিয়ে আপাতত ভাবছেন না বলে জানালেন অস্কার ব্রুজন, “আমি এখনো ২৭ জন নিয়ে ভাবছি। এখনো কিছু সময় আছে। এরপর সিদ্ধান্ত নেব।”
আজ দুপুরে চুড়ান্ত দল ঘোষণার অবস্থান থেকে সরে আসার কারণ সম্পর্কে ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেন, “আজ সকালে করোনা পরীক্ষা করানো হয়েছে। সন্ধ্যার দিকে ফলাফল পাওয়া যাবে। চুড়ান্ত দল ঘোষণার ক্ষেত্রে করোনা রিপোর্ট পাওয়া একটি ফ্যাক্টর।”
এছাড়াও এলিটা কিংসলের ছাড়পত্র নিয়ে এখনো জটিলতা কাটেনি। এলিটা কিংসলের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করার কথা জানালেন সত্যজিৎ দাস রুপু। ফিফার সাথে সরাসরি কথা বলে এলিটা কিংসলের ছাড়পত্র পাওয়ার চেষ্টা করছে বাফুফে।