নানা গুঞ্জনের শেষে মাত্র এক ম্যাচ খেলেই বসুন্ধরা কিংসকে বিদায় বললেন আর্জেন্টাইন হার্নান বার্কোস। গতকাল প্র্যাকটিস শেষে সতীর্থদের থেকে বিদায় নিয়েছেন তিনি।
২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত বসুন্ধরা কিংসের সাথে চুক্তি করেন বার্কোস। বাংলাদেশের ঘরোয়া ফুটবল পরিত্যক্ত হওয়ায় মাঠে নামার সুযোগ হয়নি বেশি। এএফসি কাপে গ্রুপ পর্বের একটি মাত্র ম্যাচ খেলেছেন মেসি’র সাবেক এই সতীর্থ। ঐ এক ম্যাচেই চার গোল করে বাংলাদেশের সমর্থকদের মনে জায়গা করে নেন বার্কোস।
দেশে নতুন মৌসুম শুরু তারিখ নির্ধারিত হওয়ায় সকলে আশা করছিলো কিংস আবারো চুক্তি করবে এই আর্জেন্টাইনের সাথে। কিন্তু পারিবারিক কারণে শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ দুই পক্ষের মধ্যে আর বাড়েনি। বার্কোসের পরবর্তী গন্তব্য ইউরোপে। গুঞ্জন অনুযায়ী ইতালির চতুর্থ ডিভিশনের ক্লাব এফসি মেসিনা’তে যোগ দিবেন তিনি।
ক্লাবসূত্রে জানা যায়, ইতিমধ্যে বার্কোসের পরিবর্তন খুঁজছে ক্লাব। খেলোয়াড়দের প্র্যাকটিসের পর প্রায় ১৫ দিনের ছুটি দেয়া হয়েছে। কোচ অস্কার ব্রুজনও ১০ দিনের ছুটিতে স্পেন যাচ্ছেন। কোচ ফিরলে হয়তো তার সাথে আলোচনা করে নতুন বিদেশী চূড়ান্ত করবে বসুন্ধরা কিংস।