সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলতে দেশ ছাড়ার অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। তবে দলের সিনিয়র খেলোয়াড়দের একাংশ ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করায় তাদের ছাড়াই দল গঠন করা হয়েছে। দলে রয়েছে একঝাঁক নতুন মুখ। এই দল নিয়েই ভালো খেলতে আশাবাদী নতুন অধিনায়ক আফিদা খন্দকার। জানালেন বিদ্রোহীদের অভাব অনুভব করছেন না তিনি।

সবশেষ সাফের চ্যাম্পিয়ন দলের ৮ জন আছেন বর্তমান দলে। বিদ্রোহ করাদের মধ্যে ১৫ জনই ছিলেন সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য। তবে তাদের ছাড়া খেলতে হলেও আত্মবিশ্বাসের কমতি নেই আফিদার। সবাই নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলতে মুখিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, “আমি অভাব অনুভব করছি না কারণ আগেও আমি এদের (বর্তমান দলের সতীর্থদের) সাথে খেলেছি; অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ দলে একই সাথে খেলেছি। সিনিয়ররা যে ধাপে ধাপে অনুশীলন করেছে, আমরাও সেই ধাপে ধাপে অনুশীলন করেছি।”

বাংলাদেশের অ-১৯ দলে অধিনায়কত্ব করেছেন আফিদা খন্দকার। জাতীয় দলে অবশ্য সেভাবে খেলার সুযোগ পাননি। এবার সুযোগের সঙ্গে অধিনায়কের দায়িত্বও পালন করতে হবে। নতুন দায়িত্বে বেশ আত্মবিশ্বাসী হয়ে তিনি বলেন, “আমি অনূর্ধ্ব-১৯ দলে অধিনায়কত্ব করেছি। ওই দলের বেশিরভাগ খেলোয়াড় এখানে রয়েছে। আমি আমার মত করে চেষ্টা করেছি দলটাকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য। পেছন থেকে তাদের সমর্থন দিয়ে যাব। ইনশাল্লাহ আমি সেই চেষ্টা করব।”

আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচ ২৬ ফেব্রুয়ারি। এরপর ২ মার্চ খেলবে দ্বিতীয় ম্যাচ।

Previous articleআবাহনীর গোল বন্যার দিনে জিতেছে বসুন্ধরা কিংস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here