গেল কয়েকদিন ধরেই বাংলাদেশ নারী ফুটবল দল আলোচনায়। দলের সিনিয়র খেলোয়াড়দের একাংশ ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করেছে। পিটার বাটলারও বসে থাকেননি, জুনিয়র খেলোয়াড়দের নিয়ে চালিয়ে গেছেন অনুশীলন। মাঝে বাফুফে মধ্যস্থতা করার চেষ্টা করেছে। অবশেষে সব সমস্যার সমাধান আসতে যাচ্ছে। অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন বিদ্রোহীরা!

ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাত সফরে যাবে নারী ফুটবল দল। তার জন্যই এতদিন ধরে দলকে প্রস্তুত করছেন পিটার বাটলার। তবে সিনিয়র খেলোয়াড়রা তার অধীনে একদিনও অনুশীলন করেননি। তাই আরব আমিরাত সফরে তারা যাচ্ছেন না। পিটার বাটলারের অধীনে অনুশীলন করা খেলোয়াড়দের নিয়েই আরব আমিরাত সফরে যাবে বাংলাদেশ। আগামী ২৪ ফেব্রুয়ারি দেশটিতে যাবে দল, ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ খেলবে দুই ম্যাচ।

এদিকে বিদ্রোহ করা খেলোয়াড়রা আপাতত ছুটিতে যাচ্ছেন। এরপর আবার যখন ক্যাম্প শুরু হবে তখন তারা অনুশীলনে যোগ দেবেন।

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান,

“পিটার বাটলারের অধীনেই ক্যাম্পে ফিরবে বিদ্রোহী নারী ফুটবলাররা, তবে আরব আমিরাত ম্যাচের আগে নয়, ২৪ ফেব্রুয়ারি সিনিয়ররা ছুটিতে যাবে, ছুটি থেকে ফিরে ক্যাম্পে যোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে মেয়েরা।”

Previous articleপুলিশ এফসির দায়িত্বে জার্মান কোচ ফ্র্যাঙ্ক বার্নহার্ড
Next articleমেয়েদের ফিরে আসা নিয়ে যা বললেন কিরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here