আগামী ২৯ শে নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলের নতুন মৌসুম। ১৭ তম আসরের প্রথম দিনেই রয়েছে তিন ম্যাচ। লীগের প্রথম দিনে ভিন্ন দুই ম্যাচে মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বিপিএলের নতুন আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন এবং বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিয়ার রহমান স্টেডিয়ামে দুপুর আড়াই টায় শুরু হবে। একই সময়ে মাঠে নামবে গতবারের রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের প্রতিপক্ষ লীগে প্রত্যাবর্তন করা দল ঢাকা ওয়ার্ন্ডার্স ক্লাব। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঘরোয়া লীগে নতুন সংযোজিত ভেন্যু গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে।

দিনের শেষ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলবে চট্টগ্রাম আবাহনী। ম্যাচটি কিংসের ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনাতে বিকাল সাড়ে ৫ টায় শুরু হবে। এর পরেরদিন প্রথম রাউন্ডের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুইটি ম্যাচের একটিতে খেলবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড। অন্যটিতে ঢাকা আবাহনী খেলবে ফকিরেরপুল ইয়াং ম্যানস ক্লাবের বিপক্ষে।

লীগের প্রথম ভাগের খেলা শেষ হতে সময় লাগবে আগামী বছরেত ২৫ জানুয়ারি পর্যন্ত। প্রথম ভাগের খেলা শেষ হওয়ার পর মধ্যবর্তী দলবদল শুরু হবে। লীগের মধ্যবর্তী দলবদলের শুরুর তারিখ আগামী ৫ ই ফেব্রুয়ারী। দলবদল চলবে এক মাস এবং শেষ হবে আগামী বছরের ৫ ই মার্চ।

এরপর এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের জন্য আগামী ১৭ থেকে ২৫ শে মার্চ পর্যন্ত এবং চাঁদ দেখার উপর নির্ভর করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৫ মার্চ থেকে ২ রা এপ্রিল পর্যন্ত লীগ বন্ধ থাকবে।

Previous articleফেড কাপে শুরুর দিনই মাঠে নামবে চার ক্লাব
Next articleযেসব ভেন্যুতে অনুষ্ঠিত হবে ঘরোয়া ফুটবল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here