বাংলাদেশ প্রিমিয়ার লীগও হবে ইংলিশ প্রিমিয়ার লীগের মতো। গত বাফুফে নির্বাচনের আগে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলছিলেন এক কথা। কিন্তু মুখের কথা যেনো মুখেই রয়ে গেলো তার সেই আশ্বাস পেলো না কোনো বাস্তবিক রূপ।

মূল কথায় আশা যাক। বিদেশী লীগগুলোতে চোখ দিলে দেখা যায় লীগের একটি মূল আকর্ষণ হোম এবং এওয়ে ম্যাচ। সেইসাথে হোম ভেন্যুতে সমর্থকদের গলা ফাটানো চিৎকার, নিজের মাঠে নিজের আধিপত্য বজায় রাখা। প্রতিপক্ষকে নাস্তানাবুদ তো আছেই কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লীগের জন্যে হোম এবং এওয়ে সব যেনো এক। নেই কোনো হোম বা এওয়ে ম্যাচের আকর্ষণ।

তবে এবারের দেখা দিয়েছে আশা আলো। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগে থাকছে সর্বমোট ৭ টি ভেন্যু। আজ সোমবার দুপুর ১২:৩০ মিনিটে প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ সভায় সভাপতিত্বে ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ ও অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সিদ্ধান্ত নেওয়া ৭ টি ভেন্যুতে হবে এবারের লীগ। ভেন্যু সমূহ হলো শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম (গোপালগঞ্জ), শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্টেডিয়াম (টঙ্গী), সিলেট জেলা স্টেডিয়াম (সিলেট), মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম (রাজশাহী), শহীদ ধীরেন্দ্র নাথ স্টেডিয়াম (কুমিল্লা), বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেঃ মতিউর রহমান স্টেডিয়াম (মুন্সিগঞ্জ) এবং বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স।

এছাড়া বিদেশী রেফারীর বিষয়েও আলোচনা হয়েছে। সালাম মুর্শেদী আগে এই বিষয় হাস্যকর কথা বললেও এইবার বিষয়টাকে আমলে নিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশি রেফারি আমাদের তৈরি করতে হবে। দেশি রেফারিদের প্রতি আমাদের আস্থাও রাখতে হবে। সভাপতি মহোদয় যেহেতু বলেছেন, নিশ্চয়ই তিনি ভেবে চিন্তেই বলেছেন। বিদেশি রেফারির বিষয়টি ভাবা যেতে পারে।’

Previous articleপ্রিমিয়ার লিগে ‘সারপ্রাইজ প্যাকেজ’ হবে পুলিশ এফসি?
Next articleতারকাবহুল দল নিয়েও কেন সাফল্য পাচ্ছে না শেখ রাসেল?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here