ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলতে বর্তমানে কাতারে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে লেবাননের বিপক্ষে মাঠে নামবে হ্যাভিয়ার ক্যাবররার শিষ্যরা। বিশ্বকাপ বাছাইয়ে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ।

যুদ্ধ বিধ্বস্ত দেশ লেবানন ম্যাচটি আয়োজন করছে নিরপেক্ষ ভেন্যু কাতারে। এই ম্যাচটি প্রথমে আল সাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এক সপ্তাহ আগে কাতার ফুটবল এসোসিয়েশন ম্যাচের ভেন্যু পরিবর্তন করে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে স্থানান্তর করেছে। কাতার ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বের ছয়টি, দ্বিতীয় রাউন্ডের একটি ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে।

স্টেডিয়াম পরিবর্তন হলেও ম্যাচের সময় অবশ্য পরিবর্তন হয়নি। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা, বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বাংলাদেশ দল গত শুক্রবার মধ্যরাতে কাতারের রাজধানী দোহায় পৌঁছায়। কাতারে বেশ গরম। দিনের বেলা তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। রাতে তা নেমে আসে ৩৬ ডিগ্রিতে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি মাঠে ঘাম ঝরাচ্ছে হাভিয়ের কাবরেরা দল।

 

Previous articleসাফে বাংলাদেশের গ্রুপসঙ্গী ভারত
Next articleম্যাচে ইতিবাচক ফলাফল আশা করছেন ক্যাবররা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here