দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের দেশটিতে যে ট্রফির জন্য লড়াই করবে ৩২ দেশ, সে ট্রফি এখন ঘুরছে দেশে দেশে! এক স্বাগতিক দেশ থেকে পরবর্তী স্বাগতিক দেশে যাওয়ার পথে অন্যান্য দেশে ট্রফির ভ্রমণ অনেকটাই পরিচিত। বাংলাদেশে সবশেষ ২০১৩ সালে বিশ্বকাপ ট্রফি এসেছিল। আট বছর পর আবার বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আগামী ৮ জুন বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি। তবে এবার শুধু ট্রফি নয়, আকর্ষণীয় এই ট্রফির সঙ্গে আসছেন একজন কিংবদন্তী ফুটবলার!
১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ক্রিস্টিয়ান কারেম্বু বিশ্বকাপ ট্রফির সঙ্গে বাংলাদেশ সফর করবেন। ১৯৯৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচসহ ফ্রান্স জাতীয় দলের হয়ে ৫০টির বেশি ম্যাচ খেলেছেন কারেম্বু। সোমবার ক্রিস্টিয়ান কারেম্বুর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এছাড়াও আকর্ষণীয় এই ট্রফির সঙ্গে আরো নানান আকর্ষণীয় বিষয় থাকছে বলেও জানান আবু নাঈম সোহাগ, “ফিফা থেকে আমাদের নিশ্চিত করেছে একজন ফিফা লিজেন্ড থাকবেন। ফিফার ট্রফি সফরে কমার্শিয়াল পার্টনার কোকাকোলার সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে। ট্রফি আগমন উপলক্ষ্যে সামনে আরো বিস্তারিত জানানো হবে।”