বাংলাদেশ থেকে অনেক ধাপ এগিয়ে থাকা ভারত ম্যাচে লিড নেয়ার পর বাংলাদেশ দশ জনের দলে পরিণত হয়। কিন্তু এরপরও পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে না পারায় হতাশ ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ।
বাংলাদেশের খেলার কোন প্রশংসা না করে বরং নিজেদের ভুলেই পয়েন্ট হারিয়ে বলে মনে করেন এই কোচ, ‘এই ম্যাচটি আমাদের জেতা উচিত ছিলো। তবে ৭৫ মিনিটের পর খেলোয়াড়রা নার্ভাস হয়ে যায়। মূলত কিছু ভুল পাসে তারা নার্ভাস হয়েছিলো।’ তিনি আরো বলেন, ‘আমি বাংলাদেশের খেলায় খুব বেশি পার্থক্য দেখিনি। আগের মতোই ৪-১-৪-১ খেলেছে।’
বিশ্বনাথ ঘোষ পিছন থেকে আসা খেলোয়াড়কে দেখেনি। ফলে ম্যাচে ৫৪ মিনিটে নিজের দলকে গোল হজম থেকে রক্ষায় ঐ ফাউলটি ছাড়া কোন উপায়ই ছিলো না। নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া হওয়ায় মজা করেই মুখে হাসি রেখে ভারতীয় কোচ বলেন, ‘এটি অবশ্যই লাল কার্ড। সে পেছন থেকে ট্যাকেল করেছে। এমনকি দুটি লাল কার্ড দিয়ে তাকে (বিশ্বনাথ) তিন দিনের জেলে পাঠানো উচিত ।’
তবে সবশেষে রেফারিকেও দুষলেন এই কোচ, ‘প্রথমার্ধে একটি পেনাল্টি ছিল। ক্রস থেকে আসা বলটি হাতে লাগে, কিন্তু রেফারি তা দেয় নি। আজ কিছু অদ্ভুত সিদ্ধান্ত এসেছে, কেউ একজনের অনুকূলে।’