বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের গত আসরে মাত্র দুই পয়েন্টের জন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে জায়গা করে নিতে পারেনি ফর্টিস এফসি। গতবারের আক্ষেপ ঘুচিয়ে এবারের মৌসুমে তাই দুই ম্যাচ আগেই বিপিএলে নাম লিখিয়েছিল তারা। শনিবার তাই কমলাপুরে তাদের শেষ ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। তবে তাদের কাছে গুরুত্বহীন হলেও প্রতিপক্ষ নোফেলের কাছে এই ম্যাচের মাহাত্ম্য ছিল অনেক বেশি। তবে গোলশূন্য ড্রয়ে নোফেলের বিপিএল খেলার স্বপ্ন ধূলিসাৎ করছে ফর্টিস। তবে শেষ হয়েও শেষ হয়নি নোফেল স্পোর্টিং ক্লাবের বিপিএল খেলার আশা!

২২ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে উঠে গেছে ফর্টিস। নোফেলের বিপক্ষে ম্যাচ শেষে আজ ক্লাবটির হাতে চ্যাম্পিয়নশিপ শিরোপা তুলে দিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি। কমলাপুরে যখন ফর্টিস এফসি শিরোপা উল্লাসে মাতোয়ারা, সেখানে দোটানায় নোফেল! ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮, আর ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট আজমপুর ফুটবল ক্লাবের। পয়েন্ট টেবিলের অবস্থান বলছে ফর্টিসের সঙ্গে বিপিএল খেলতে যাচ্ছে আজমপুর। তবে আজমপুর ফুটবল ক্লাবের উপর চলছে ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিপিএল খেলার সুযোগ হারানোর সাথে আরো বড় ধরনের শাস্তির মুখে পড়বে আজমপুর। আর তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে সুযোগ পাবে তিন থাকা নোফেল।বাফুফে থেকে জানানো হয়েছে জুনের মধ্যেই শেষ হবে তদন্তের কাজ। দেখা যাক ফর্টিস এফসির সঙ্গে আজমপুর ফুটবল ক্লাব নাকি নোফেল স্পোর্টিং ক্লাব? কারা যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে।

Previous articleঅন্য এক বাংলাদেশের লড়াকু হার
Next articleহার থেকে অনুপ্রেরণা খোঁজা বিপ্লবের বিশ্বাস ভবিষ্যতে ভালো খেলবে দল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here