বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) জয় তুলে নিয়েছে বাফুফে এলিট একাডেমি। এদিকে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে উত্তর বারিধারা ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

ওয়ারী ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে বাফুফে এলিট একাডেমি। ম্যাচের ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে সালাউদ্দিন শাহেদের গোলে এগিয়ে যায় এলিট একাডেমি। দ্বিতীয়ার্ধে ৬৮তম মিনিটে সোহাগ বর্মনের গোলে সমতায় ফেরে ওয়ারী ক্লাব। তবে ম্যাচের ইনজুরি সময়ে হাফিজুর রহমানের গোলে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে এলিট একাডেমি।

এদিকে দিনের আরেক ম্যাচে ড্র করে মাঠ ছাড়ে উত্তর বারিধারা ও ফরাশগঞ্জ। ম্যাচের ৪২তম মিনিটে তরিকুল ইসলামের গোলে লিড নেয় ফরাশগঞ্জ। দ্বিতীয়ার্ধে ৭৪তম মিনিটে ফয়সাল আহমেদের গোলে সমতায় ফেরে উত্তর বারিধারা। ম্যাচের বাকি সময় আর স্কোরলাইন পরিবর্তন না হলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

Previous article‘আমার মন্তব্যটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’
Next articleঅ-২০ নারী সাফ আয়োজনে বাফুফের ভাবনায় চট্টগ্রাম!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here