বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে আজ দুইটি খেলা মাঠে গড়ায়। বিআরটিসি স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নামে ঢাকা রেঞ্জার্স ক্লাব, অন্য ম্যাচ মুখোমুখি আরামবাগ ক্রীড়া সংঘ ও লিটল ফ্রেন্ডস ক্লাব। দুইটি ম্যাচই ড্র হয়।
আজ বিসিএলে মাঠে নামে বিআরটিসি স্পোর্টস ক্লাব ও ঢাকা রেঞ্জার্স ক্লাব। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের প্রথমার্ধে ১৬ মিনিটের মাথায় এগিয়ে যায় বিআরটিসি স্পোর্টস ক্লাব। গোল করে সাব্বির হোসেন। ম্যাচে এগিয়ে থেকে পুরো প্রথমার্ধ শেষ করে দলটি। দ্বিতীয়ার্ধেও রেঞ্জার্স ক্লাবকে গোল শোধের কোনো সুযোগ দিইচ্ছিলো না। তবে ম্যাচের ৮০ মিনিটের মাথায় গোল করে রেঞ্জার্স ক্লাবকে সমতা ফেরায় খন্দকার খালিদ হাসান। রেগুলেশন টাইমে আর গোল না হলে ম্যাচটি ১-১ গোলের ড্র দিয়ে শেষ হয়েছে।
দিনের অন্য আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিলো আরামবাগ ক্রীড়া সংঘ এবং লিটল ফ্রেন্ডস ক্লাব। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।