প্রথমে লিড নিয়েও বাফুফে এলিট একাডেমির শেষ রক্ষা হলো না। পিডাব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ম্যাচের প্রথমেই লিড নিয়েছিলো এলিটরা। তবে শেষ পর্যন্ত ২-১ গোলে পরাজিত হয়েছে তারা।

আজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে বাফুফে এলিট একাডেমির বিপক্ষে মাঠে নামে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব। ম্যাচের শুরু দিকে লিড নিয়ে নেয় এলিট একাডেমি। ম্যাচের ৯ তম মিনিটে মাহিম মিয়া সজীবের গোলে এগিয়ে যায় দলটি। এই পুঁজিতে প্রথমার্ধ পার করে এলিট।

দ্বিতীয়ার্ধেও একইভাবে লিড ধরে রেখেছিলো এলিট একাডেমি। তবে বিপত্তি ঘটে ম্যাচের শেষদিকে। ৭৯ মিনিটে তানিন শিকদারের গোলে সমতা ফিরে পায় পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব। মিনিট দুয়েকের ব্যবধানে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় পিডাব্লিউডি। এবার গোলটি করেন রুমন হোসেন। এই ম্যাচে দুইদলের একজন করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তারা হলেন পিডাব্লিউডির আব্দুল্লাহ এবং এলিট একাডেমি মোহাম্মদ রাকিব।

দিনের অন্য দুই খেলায় জয় পেয়েছে উত্তর বারিধারা ক্লাব এবং লিটল ফ্রেন্ডস ক্লাব। উত্তর বারিধারা ক্লাব ওয়ারী ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করেছে। বারিধারার হয়ে ফয়সাল আহমেদ ২ টি গোল করেন, এছাড়া সুজন বিশ্বাস ও আরমান হোসেন ১ টি করে গোল করেছে। আরেক খেলায় জয় পায় লিটল ফ্রেন্ডস ক্লাব। তারা ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করেছে। ম্যাচ একমাত্র গোল করেছে লিটল ফ্রেন্ডস ক্লাবের মোহাম্মদ আমির আলী।

Previous articleফাহামিদুলকে নিয়ে নতুন সিদ্ধান্ত, জাতীয় দলে ফেরার সম্ভাবনা জাগছে
Next articleফুটবলারদের সাইবার বুলিংয়ে পাশে থাকবে বাফুফে; অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ আয়োজক হতে আবেদন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here