বিসিএলের আজকের দিনে জয় পেয়েছে সিটি ক্লাব এবং আরামবাগ ক্রীড়া সংঘ। বিআরটিসি স্পোর্টস ক্লাবের বিপক্ষে সিটি ক্লাব এবং ঢাকা রেঞ্জার্স ক্লাবকে পরাজিত করেছে আরামবাগ ক্রীড়া সংঘ।
আজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে সিটি ক্লাব এবং বিআরটিসি স্পোর্টস ক্লাব। ম্যাচে বিআরটিসি স্পোর্টস ক্লাবকে ২-০ গোলে পরাজিত করেছে সিটি ক্লাব। ম্যাচের দুইটি গোলই আসে প্রথমার্ধের, গোল দুইটি করেন সিটি ক্লাবে মিজানুর রহমান। পরবর্তী দ্বিতীয়ার্ধে কোনো দলই কোনো গোল করতে পারে নি। এতে ২-০ এর জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি ক্লাব।
দিনের অন্য আরেক খেলায় মুখোমুখি হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ ও ঢাকা রেঞ্জার্স ক্লাব। এই ম্যাচে জয় পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ, তারা ঢাকা রেঞ্জার্স ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। ম্যাচের একমাত্র গোলটি হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে, গোলটি করেন আরামবাগ ক্রীড়া সংঘের দিদারুল ইসলাম সৈনিক।