বাংলাদেশের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল)। দেশের শীর্ষ পর্যায়ে খেলার আগে এই আসর থেকেই চূড়ান্ত প্রমোশন পেয়ে আসে ক্লাবগুলো। গতবার মাত্র ৮ দল নিয়ে হয় বিসিএল। তবে এবার বাড়ছে দলের সংখ্যা! এবার বিসিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত করেছে বাফুফের পেশাদার লিগ কমিটি।

আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হবে বিসিএলের দলবদল। এসময় নিজেদের ঘর গুছিয়ে নেবে ক্লাবগুলো। এরপর আগামী ৪ মার্চ থেকে শুরু হবে মাঠের লড়াই। দলের সংখ্যা বাড়ায় এবারের বিসিএলের দৈর্ঘ্যও বাড়বে। ক্লাবগুলো ও খেলোয়াড়রা বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন। মৌসুম শেষে শীর্ষ দুই দলকে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ দেওয়ার পুরোনো নিয়মই বহাল রাখতে পারে লিগ কমিটি।

বিসিএলের এবারের মৌসুমে অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশন উন্মুক্ত করে দেয় বাফুফে। বাফুফের ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করলেই সুযোগ মিলেছে বিসিএল খেলার। ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে যাচাইবাছাই শেষে ১১ ক্লাবকে বিসিএল খেলার জন্য চূড়ান্ত করেছে বাফুফে। দলগুলো হলো ওয়ারী ক্লাব, নোফল স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, রেঞ্জার্স এফসি, উত্তর বারিধারা, বিআরটিসি ফুটবল ক্লাব, পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, সিটি ক্লাব, লিটল ফ্রেন্ডস ও বাফুফে এলিট একাডেমি।

Previous articleঅচলাবস্থায়ও এগিয়ে যাচ্ছেন বাটলার, ফিরে আসার আহ্বান নারী উইংয় প্রধানের
Next articleএগোলো ফেডারেশন কাপের ফাইনাল সহ কোয়ালিফায়ারের খেলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here