ক্রিকেট অঙ্গন থেকে সাফ জয়ের পুরষ্কার পেলো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক এই পুরষ্কার প্রদান করা হবে।
১৯ বছর পর সাফের ট্রফি জিতেছে বাংলাদেশ। সেই আনন্দে৷ মাতোয়ারা পুরো বাংলাদেশ। সাফ নারী চ্যাম্পিয়নশীপে ভারতের একক আধিপত্যকে হটিয়ে দিয়ে প্রথমবারের মতো সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল সাফের মুকুট পরেছে। এই সাফল্যের জন্যে বিসিবি প্রথমে বাংলাদেশ দলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। পরবর্তীতে অর্থ প্রদান করে পুরষ্কারের কথা জানিয়েছে বিসিবি বস নাজমুল হাসান পাপন। বিসিবির সেই পুরষ্কারের পরিমাণ ৫০ লক্ষ টাকা।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশ দলের বেশ প্রশংসা করেছেন এবং একে ঐতিহাসিক সাফল্য বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘মাঠে অসাধারণ পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনের মাধ্যমে গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের প্রতি সমর্থন ও স্বীকৃতি হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’
তার ভাষ্যমতে সাবিনাদের এই সাফল্য ক্রীড়াঙ্গনে বিশেষ করে নারীদের অনেক বেশি উজ্জীবিত করবে,যা তাদের জন্য অনুপ্রেরণা উৎস হিসেবে কাজ করবে। তিনি জানান, ‘আমি নিশ্চিত সাফ চ্যাম্পিয়নশিপের এই সাফল্য দেশের সকল ক্রীড়াবিদ ও বিশেষ করে নারীদের অনেক উজ্জীবিত করবে। যার যার ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক সাফল্য আনার পেছনে এটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’