প্রকৃতির কাছে বাধাপ্রাপ্ত হলো বাংলাদেশ ও মালেশিয়া জাতীয় মহিলা ফুটবল দলের প্রীতি ফুটবল ম্যাচ। আগামী ২৩ ও ২৬ জুন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল ও মালেশিয়া জাতীয় মহিলা ফুটবল দলের মধ্যে দুইটি ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা ছিলো। দুই দলের মধ্যকার ম্যাচ নিয়ে সিলেটে বিভিন্ন অনুষ্ঠানের কার্যাবলী সম্পন্ন করা হলেও গত দুইদিন ধরে বৃষ্টিপাত ও ২য় বারের মতো বন্যায় আক্রান্ত হয়ে নাজেহাল সিলেট জেলা।

এছাড়া আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে সিলেট জেলা স্টেডিয়াম ও প্র‍্যাক্টিস ভেন্যুর প্রস্তুতি ব্যাঘাত সৃষ্টি হওয়ায় উক্ত ভেন্যু সম্পূর্ণভাবে খেলার অনুপযোগী হয়ে পড়েছে। উক্ত পপরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগের সময়সূচি অর্থাৎ ২৩ ও ২৬ শে অপরিবর্তিত রেখে ভেন্যু পরিবর্তন করেছে। বর্তমানে বাফুফে ম্যাচের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামের পরিবর্তে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামকে নির্ধারণ করেছে।

Previous articleআগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে ‘বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২১’
Next articleসংবর্ধনার সঙ্গে প্রধানমন্ত্রীর দেওয়া অনুপ্রেরণাও পেলো ফুটবলাররা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here