নেপালে যুব সাফ জয় করা বাংলাদেশ দলকে নিয়ে প্রশংসার জোয়ার বইছে। দেশের মৃতপ্রায় ফুটবলে যুবাদের এই শিরোপা যেন গ্রীষ্মের খরতাপে এক পশলা বৃষ্টি হয়ে এসেছে। দেশ ছাড়ার আগেই শিরোপা জয়ের লক্ষ্য জানিয়ে যান খেলোয়াড়রা। অবশেষে নিজেদের কথা রেখে দেশকে শিরোপা উপহার দিয়েছেন মিরাজুল-আসিফরা।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে হেরে যায় বাংলাদেশ। এরপর সেমি ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনাল খেলার পর আজ নেপালকে একপ্রকার উড়িয়ে দিয়ে শিরোপা জয় জুনিয়র টাইগাররা। শিরোপার সঙ্গে ব্যক্তিগত সব পুরস্কারই এসেছে বাংলাদেশের ঘরে।
৪ গোল এবং ১ অ্যাসিস্ট করে সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মিরাজুল ইসলাম।
এছাড়া সেমি ফাইনালের নায়ক মোহাম্মদ আসিফ জিতেছেন সেরা গোলকিপারের পুরস্কার। সেমিতে তার টাইব্রেকার বীরত্বের পর ফাইনালেও করেন বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভ। তাই দুই ম্যাচ খেলেই আসরের সেরা গোলকিপার হয়ে গেছেন আসিফ।