একরাশ ব্যর্থতা নিয়েই কিরগিজস্তান সফর শেষ করে দেশে ফিরলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ত্রিদেশী ফুটবল টুর্ণামেন্ট খেলতে গত ২৮ আগষ্ট কিরগিজস্তান পৌঁছে বাংলাদেশ দল। টুর্ণামেন্টে কিরগিজস্তান,ফিলিস্তিন ও কিরগিজস্তানে অ-২৩ দলের সাথে একটি করে ম্যাচ খেলে। কিন্তু কোনো ম্যাচেই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। শেষ ম্যাচ কিরগিজস্তান অ-২৩ দলের বিপক্ষে ম্যাচের শুরুতে সুমন রেজার গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বাংলাদেশ।
ব্যর্থতায় ও হতাশায় মোড়ানো এক সফর শেষ করে গতকাল রাত ১১:২০ মিনিটে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ত্রিদেশীয় টুর্ণামেন্ট মূলত আগামী অক্টোবরে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশীপের প্রস্তুতি হিসেবে দেখছেন খেলোয়াড়রা। এই নিয়ে বাংলাদেশ দলের৷ ত্রিদেশী টুর্ণামেন্ট ও সামনের সাফ চ্যাম্পিয়নশীপ নতুন মুখ গোলরক্ষক মিতুল মারমা বলেন, ‘আমরা মূলত সাফ চ্যাম্পিয়নশীপে ভালো কিছু করার জন্যে এই টুর্ণামেন্টকে প্রস্তুতি হিসেবে নিয়েছি। সব থেকে বড় ব্যাপার হলো এটা আমার প্রথম আন্তর্জাতিক ট্যুর। এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার।’
তিনি আরো বলেন, ‘সামনেই আমাদের সাফ চ্যাম্পিয়নশীপ। এইজন্যে দলের সবাই এই টুর্ণামেন্টে নিজের চেষ্টা করেছে। কিছুদিনের মধ্যেই আমাদের সাফ চ্যাম্পিয়নশীপে ক্যাম্পিং শুরু হতে পারে। ওইটার জন্যে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সবাই আমাদের জন্যে দোয়া করবেন।’
কিরগিস্তান অ-২৩ দলের বিপক্ষে জয় না পেলে জোড়া গোল করে দলকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন দলের আরেক নতুন মুখ সুমন রেজা। তিনিও আসন্ন সাফ চ্যাম্পিয়নশীপে ভালো কিছু করার জন্যে দোয়া চেয়েছেন। শেষের অভিজ্ঞতা সম্পর্কে সুমন রেজা বলেন, ‘ আমরা আজকে ঢাকা এসে পৌঁছেছি।সবকিছুর জন্যে আলহামদুলিল্লাহ। শেষ ম্যাচটি আমরা জিততে চেয়েছি। কিন্তু দুভার্গ্যবশত আমরা ম্যাচটি ৩-২ গোলে হেরে যাই। ম্যাচে আমাদের যে ভুল গুলো হয়েছে সেগুলো সুধরে নিয়ে সাফের জন্যে প্রস্তুতি নিচ্ছি। সাফের জন্যে যেনো ভালোভাবে প্রস্তুত হতে পারি সেজন্যে সকলের দোয়া চাচ্ছি।’