সম্পূর্ণ এক ব্যর্থ মিশন শেষে দেশে ফিরে এসেছে বাংলাদেশ অ-২৩ ফুটবল দল। গত ৬ থেকে ১২ ই সেপ্টেম্বরে আয়োজিত ‘এএফসি অ-২৩ এশিয়ান কাপ’ এর বাছাইপর্বে অংশ নিয়েছিলো বাংলাদেশ দল।
এবার ‘এএফসি অ-২৩ এশিয়ান কাপ’ বাছাইপর্বে গ্রুপ এইচে পড়েছিলো বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গী হিসেবে গ্রুপে থাকা অন্য তিনদল হলো মালেশিয়া, স্বাগতিক থাইল্যান্ড এবং ফিলিপাইন। গত ৬ ই সেপ্টেম্বর মালেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে যাত্রা শুরু করে বাংলাদেশ। শেষ মুহুর্তের ভুলে কারণে মালেশিয়ার কাছে সেই ম্যাচে ২-০ তে পরাজিত হয় বাংলাদেশ।
পরবর্তী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় স্বাগতিক থাইল্যান্ডের। থাইল্যান্ডের কাছে ৩-০ গোলের হারের পর গতকাল ফিলিপাইনে বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। তবে শেষ ম্যাচটাও রাঙিয়ে তুলতে পারে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিলিপাইনের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটিতে পরাজিত হয়েছিলো ১-০ গোলে।
অবশেষে এক ব্যর্থ মিশন শেষ করে শূণ্য হাতে দেশে পৌঁছেছে বাংলাদেশ অ-২৩ দল। আজ সন্ধ্যা ৬:০০ ঘটিকায় তারা ঢাকায় এসে পৌঁছায়। পরবর্তীতে খেলোয়াড়গণ নিজ নিজ গন্তব্যে ও ক্লাবে যান এবং এশিয়ান গেমসে স্কোয়াডে থাকা সাত জন খেলোয়াড় এশিয়ান গেমসের আবাসিক ক্যাম্পে যোগদান করেন।