বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শোকজ নোটিশ পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। নির্ধারিত সময়ের মধ্যে খেলোয়াড় তালিকা জমা দিতে পারেনি তারা। নোটিশের জবাব পাওয়ার পরই ক্লাবটির বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সভায় বসবে। তবে এর আগেই নিজেদের ঘুছিয়ে নিতে চাইছে ক্লাবটি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মান্নাফী’কে ফুটবল কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। এছাড়াও তাকে যুক্ত করা হয়েছে ক্লাবের পরিচালক কমিটিতেও। তার হাত ধরেই ঘুরে দাড়ানোর প্রত্যায় ঐতিহ্যবাহী ক্লাবটির।

দলববদলের নিয়ম ভঙ্গ করায় কেন ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে কারণ দর্শাতে রোববার দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছে ফেডারেশন। সঠিক সময়ের মধ্যেই উত্তর দিবে ক্লাব এবং খেলায় অংশগ্রহন নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা গোপীবাগের দলটির সমর্থকদের।

উল্লেখ্য যে, গত ১৫ ডিসেম্বর নতুন ফুটবল মৌসুমের দলবদলের শেষ সময় ছিলো। ব্রাদার্স ইউনিয়ন খেলোয়াড় তালিকা জমা দিয়েছে ১৭ ডিসেম্বর।

Previous articleব্রাদার্স ইউনিয়নকে শোকজ নোটিশ পাঠিয়েছে বাফুফে!
Next articleকরোনামুক্ত জামাল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here