এবারের মৌসুমের প্রথম লেগে দলশূন্য ছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ঢাকা আবাহনীর হয়ে খেলার কথা থাকলেও পারিশ্রমিক ইস্যুতে আর খেলা হয়নি। পরে ব্রাদার্স ইউনিয়নে যোগ দিলেও দলবদলের সময় শেষ হয়ে যায়।

এবার দ্বিতীয় লেগের জন্য আনুষ্ঠানিকভাবে ব্রাদার্স ইউনিয়নে যোগ দিলেন জামাল। ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছেন তিনি। এর আগেও অবশ্য একদফা ব্রাদার্সের সঙ্গে অনুশীলন করেছিলেন তিনি। কিন্তু খেলার অনুমতি না মেলায় ডেনমার্কে ফিরে যান জামাল। সেখানে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করে নিজেকে প্রস্তুত রেখেছেন। এবার দ্বিতীয় লেগ থেকে আর তার মাঠে নামতে কোন বাধা নেই।

এবারের মৌসুমে ভালোই ছন্দে আছে ব্রাদার্স ইউনিয়ন। লিগে টেবিলে তাদের অবস্থান পঞ্চম স্থানে। তাই তাদের দলে বাংলাদেশ অধিনায়কের অন্তর্ভুক্তি বেশ ইতিবাচক হিসেবেই নিচ্ছে ক্লাবটি। অপরদিকে লম্বা সময় পর জামাল ভূঁইয়ারও খেলা হচ্ছে ঘরোয়া ফুটবলে।

Previous articleএম এ আজিজ স্টেডিয়াম  ফুটবলকে দেওয়ায় ক্রিকেটের অসন্তোষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here