ফেডারেশন কাপে গ্রুপ পর্বের ম্যাচে জয় পেয়েছে উত্তর বারিধারা। ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলপ পরাজিত করে দলটি।

আগের দুই ম্যাচে আরামবাগ ও সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টানা দুই হারে নকআউট পর্বে খেলার সমীকরণ বেশ কঠিন ছিলো ব্রাদার্স ইউনিয়নের সামনে। উত্তর বারিধারার বিপক্ষে শুরু থেকেই একের পর এক আক্রমণে কোনঠাসা ছিলো ব্রাদার্স। ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় বারিধারা। ব্রাদার্স ডিফেন্ডার প্রকাশ দাস বলের নিয়ন্ত্রণ ঠিকমতো রাখতে না পারার সুযোগ কাজে লাগিয়ে উত্তর বারিধারাকে ১-০ তে এগিয়ে নেন উজবেকিস্তানের মিডফিল্ডার ইভগেনি কোচনেব। ২৬ মিনিটে আবারো ব্রাদার্সের জালে বল পাঠায় বারিধারা। মোস্তফা মাহমুদের পাস থেকে গোল করেন সুমন রেজা।

২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতি শেষে দ্বিতীয়ার্ধে আরো আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বারিধারা। ফল পেতেও সময় লাগেনি তাদের। ৬০ মিনিটে মিশরের মোহাম্মদ সাঈদেরগোলে ব্যবধান ৩-০ করে বারিধারা। শেষ পর্যন্ত আর গোল না হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

এই জয়ে নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখলো বারিধারা। তবে তাকিয়ে থাকতে হবে সাইফ স্পোর্টিং ক্লাব বনাম আরামবাগের ম্যাচের দিকে। এই দিকে টানা তিন ম্যাচ হেরে এবারের টুর্নামেন্ট থেকে বিদায় নিলো ব্রাদার্স ইউনিয়ন।

Previous articleব্যাসেরার গোলে কিংসের জয়!
Next articleসাইফের জয়; নক আউটে বারিধারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here