আবারো বাঘিনীদের শিকারে পরিণত হয়েছে ভারতীয় নারী ফুটবল দল। সাফ অ-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের কাছে পরাজিত হয় ভারত অ-১৬ পরাজিত হয়েছে। আজ দুই দল নিজেদের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিলো। ম্যাচে ৩-১ গোলে জয় পায় বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধে শুধুমাত্র একটি গোলই হয়েছে। ৯ মিনিটের মাথায় বাংলাদেশের হয়ে গোলটি করেন আল্পি আক্তার। সমতা ফিরে ভারতকে ম্যাচের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৫৬ মিনিটের মাথায় মাঠের ডানপ্রান্ত থেকে বক্সের ভেতরে ঢুকে অসাধারণ এক গোল করেন ভারতের অনুস্কা কুমারী।
৭৯ মিনিটে ম্যাচে আবারো লিড নিয়ে নেয় বাংলাদেশ। ভারতীয় ডিফেন্ডারদের নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি থেকে গোল সুযোগ পায় সুরভী আকন্দ প্রীতি। গোল সুযোগ পেয়ে তা কাজে লাগাতে ভুল করেন নি,বলকে সোজা জালে পাঠিয়ে দেন। ৮৯ মিনিটে আরো একবার ভারতের জালে বল পাঠায় বাংলাদেশ দল। অনন্যা মরমু বিথির কর্ণার কিক থেকে গোলটি করেন দলীয় অধিনায়ক অর্পিতা বিশ্বাস অর্পিতা। এতে করে ৩-১ তে জয় পায় বাংলাদেশ।
ভারতের বিপক্ষে জয়ের ফলে ২ ম্যাচে ২ জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বাংলাদেশ। এতে করে ফাইনালে খেলার সুযোগ শতভাগ নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।