নিয়মিত গোলরক্ষক ও অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ ম্যাচের বয়স ৬৯ মিনিটে ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হলে বদলি মাঠে নামেন গোলরক্ষক মোঃ আসিফ । তবে এর কিছু সময় পর বাংলাদেশ গোল হজম করে লিড হারায়। কিন্তু শেষ পর্যন্ত এই আসিফই জিতিয়েছেন ম্যাচ।

বাংলাদেশ জুনিয়র দলে নিয়মিত খেললেও প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হয় না আসিফের। বসুন্ধরা কিংসে আনিসুর রহমান জিকো ও মেহেদী হাসান শ্রাবণ থাকায় সাইডবেঞ্চেই থাকতে হয়। তবে বয়সভিত্তিক জাতীয় দলগুলোর নিয়মিত মুখ তিনি। রুদ্ধশ্বাস সেমিফাইনালে টাইব্রেকারে প্রথম ও পঞ্চম দুই শট ঠেকিয়ে ভারত বধের নায়ক আসিফ জানান,

আমার বিশ্বাস ছিল পেনাল্টি ঠেকাবই। দলের সবাইকে বলছিলাম, ‘তোমরা সবাই গোল করো। মিস করো না। আমি পেনাল্টি ঠেকিয়ে দেব।’

তিনি আরো বলেন,

‘ম্যাচের সিচুয়েশনে গোল হজম করে ফেলি। এরপর থেকে টার্গেট নিয়েছিলাম। টাইব্রেকারে সেরাটাই দিব এবং সেভ করবই। শেষ পর্যন্ত সফল হয়েছি।’

ভারতকে হারিয়ে জয় দেশবাসীকে উৎসর্গ করেছেন আসিফ,

‘আসলে এখন দেশের পরিস্থিতি সবারই জানা। আমরা তাই খুব করে চাইছিলাম ভারতের বিপক্ষে জিততে। আমাদের এই জয় দেশবাসীকে উৎসর্গ।’

Previous articleপাঁচ দফা দাবির সিদ্ধান্ত ফুটবলের শীর্ষ ক্লাবগুলোর
Next articleআমি চাই ফুটবল এক নম্বরে থাকবেঃ জামাল ভূঁইয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here