এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিতে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ৩০ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলেও ২৮ জন ফুটবলার ঢাকায় ক্যাম্প শুরু করেছিলেন। পরবর্তীতে ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম দলে যোগ দিয়েছেন। বাকি আছেন শুধু ইংল্যান্ড প্রবাসী শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী।
সৌদি আরবের তায়েফে চলমান অনুশীলন ক্যাম্পে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মোহামেডানের ফরোয়ার্ড আরিফ হোসেন। আক্রমণভাগে নিজের জায়গা পাকাপোক্ত করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করছেন ২৩ বছর বয়সী এই তরুণ। তিনি বলেন, “এই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছি, আলহামদুলিল্লাহ। সবার সঙ্গে উপভোগ করছি। জাতীয় দলে অনুশীলন কঠিন হবে, সেটাই স্বাভাবিক। আমাকে এই চ্যালেঞ্জ নিতে হবে এবং দলে ঢোকার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
বাংলাদেশ দলের মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা ভারতের বিপক্ষে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “ভারত ম্যাচ নিয়ে কোচিং স্টাফরা পরিকল্পনা করছে। আমরা তা মাঠে অনুশীলন করছি। যদি আমরা মাঠে এটি বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ, আমরা জিতবো।”
বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন জানিয়েছেন, ক্যাম্পে ভারতের আক্রমণ রুখে দেওয়ার কৌশল নিয়ে কাজ করা হচ্ছে। তিনি বলেন, “আজকের সেশনে আমরা মূলত ডিফেন্ডিং ব্লকের কৌশল নিয়ে কাজ করেছি। কে কখন প্রেসিংয়ে যাবে, কে কাকে ব্যালান্স করবে—এসব টেকনিক্যাল বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ভারত কীভাবে আক্রমণ গড়ে তোলে এবং আমরা কীভাবে ব্লক তৈরি করবো, তা নিয়েও ক্লাস হয়েছে। এই প্রস্তুতি সেশন বেশ উপভোগ্য ছিল এবং খেলোয়াড়দের কঠোর পরিশ্রম করতে হয়েছে।”
শিলংয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সৌদি আরবে চলমান প্রস্তুতি ক্যাম্প বাংলাদেশ দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে মনে করা হচ্ছে। দলের সদস্যরা আগামী ১৭ মার্চ দেশে ফিরবেন।