ভারতের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান্ড কাপ খেলতে যাবে বাংলাদেশের দুই ক্লাব ঢাকা মোহামেডান এসসি ও শেখ জামাল ডিসি। সেপ্টেম্বর-অক্টোবর মাসে ডুরান্ড কাপের ১৩০ তম আসরে খেলতে ইতিমধ্যে প্রাথমিক সম্মতি জানিয়েছে বাংলাদেশের দুই ক্লাব।

মূলত ঢাকা মোহামেডানের পাশাপাশি বসুন্ধরা কিংসকে আসন্ন এই টুর্নামেন্টে কর্তৃপক্ষ চেয়েছিলো। কিন্তু লিগের পাশাপাশি এএফসি কাপের ব্যস্ততা থাকার বসুন্ধরা কিংস খেলতে পারবে না জানিয়ে দেয়। পরবর্তীতে ঢাকা মোহামেডান এসসি’র দলনেতা আবু হাসান চৌধুরি প্রিন্স টুর্নামেন্ট কর্তৃপক্ষকে শেখ জামালের নাম প্রস্তাব করে। এই বিষয়ে অফসাইডকে প্রিন্স মুঠোফোনে জানান, ‘এখানে ঢাকা মোহামেডান ও বসুন্ধরা কিংসকে তারা আমন্ত্রন জানিয়ে ছিলো। কিন্তু বসুন্ধরা কিংসের এএফসি কাপের ম্যাচ ও তার পরে লীগের ম্যাচ থাকায় না বলে দেয়। তখন আমি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কথা আয়োজকদের বলি। তখন তারা শেখ জামালকে আমন্ত্রন জানায়। শেখ জামাল সে আমন্ত্রন গ্রহন করে এবং ফিরতি চিঠি দিয়ে তাদের অংশ গ্রহন নিশ্চিত করেছে।’

ঢাকা মোহামেডানের অংশগ্রহনের বিষয়ে প্রিন্স বলেন, ‘আমাদের ক্লাবের চেয়ারম্যান, ফুটবল কমিটির সভাপতি ও আমি ফুটবল কমিটির সচিব সহ সবাই সিদ্ধান্ত নিয়েছি আমরা ডুরান্ড কাপে অংশ নিব। সে লক্ষ্যে আমরা আমাদের অংশগ্রহনের সম্মতি পত্র আয়োজকদের বরাবর আজ প্রেরন করবো।’

ভারতের আর্মি আয়োজিত এই টুর্নামেন্টটি সেপ্টেম্বর মাসের ৫ তারিখ শুরু হয়ে অক্টোবর মাসের ৩ তারিখ শেষ হবে। বিশ্ব যুব ভারতীয় ও কল্যানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ। রাউন্ড রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্টটিতে ১৬ টি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করবে। সেপ্টেম্বরের ১ তারিখের মধ্যে দলগুলোকে কলকাতায় যাওয়ার নির্দেশনা দিয়েছে কমিটি।

Previous articleএএফসি কাপের সময়ও চলমান থাকবে লিগ!
Next articleমঙ্গোলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here