সবশেষ এশিয়ান গেমসের ফুটবলে নিজেদের সেরা সাফল্যের দেখা পেয়েছিল বাংলাদেশ। থাইল্যান্ডের মত দলের সঙ্গে ড্র আর কাতারের মত দলকে হারিয়ে প্রথমবারের মত জায়গা করে নিয়েছিল পরের রাউন্ডে। তবে সে আসরের সাফল্য চলতি আসরে টেনে আনতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। চীনের হাংজুতে অনুষ্ঠেয় ১৯তম এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাশ্ববর্তী দেশ মিয়ানমারের কাছে ১-০ গোলে হেরে গিয়েছে হাভিয়ের ক্যাবরেরার দল। মিয়ানমারের বিপক্ষে চোখে চোখ রেখে খেললেও মুরাদ হাসানের আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।
এবার সে হারের ক্ষত না শুকাতেই আবারো মাঠে নামছে বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আরেক প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের মতো প্রতিপক্ষ ভারতের শুরুটাও প্রত্যাশা মতো হয়নি। চীনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছে। আগামীকাল (২১ সেপ্টেম্বর) চীনের হাংজুতে জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচ। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বুধবার বিকালে ঝেনজিয়াং সাইটেক ইউনিভার্সিটি মাঠে অনুশীলন সেরে নিয়েছে বাংলাদেশ দল। সাম্প্রতিক সময়ে ফুটবলে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত। শক্তিমত্তায় তাই বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে প্রতিবেশী দেশটি। তারপরও তাদের বিপক্ষে ভালো খেলে পয়েন্টের প্রত্যাশা বাংলাদেশের।
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক রহমত মিয়া বলেছেন, ‘ভারত ভালো দল। চেষ্টা করবো তাদের বিপক্ষে রক্ষণ জমাট রেখে ভালো খেলতে। যাতে ভালো ফল হয়। তাহলে পরের ম্যাচ খেলতে আলাদা করে স্পিরিট পাওয়া যাবে। আসলে এই ম্যাচ থেকে পয়েন্টটা আমাদের দরকার। আশা করছি, আমরা পয়েন্ট নিতে পারবো।’