আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ৩৮ সদস্যের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে বাংলাদেশ দলের মিডফিল্ড আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম। তিনি ইতালির সাসারি প্রদেশের ওলবিয়া শহরের দল ওলবিয়া কালসিও এফসিতে খেলেন, যা সিরি ‘এ’ লিগের চতুর্থ বিভাগে অংশ নেয়।
এবারের স্কোয়াডে রয়েছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়াও, যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে কোনো ক্লাব পাননি।
ঘরোয়া লিগ থেকে সর্বাধিক ১৪ ফুটবলার জায়গা পেয়েছেন বসুন্ধরা কিংস থেকে। আবাহনী লিমিটেড থেকে ডাকা হয়েছে ৮ জন, মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে আছেন ৬ ফুটবলার।
গোলরক্ষক তালিকায় আছেন ৫ জন। তাদের মধ্যে মোহামেডানের দুইজন—সুজন হোসেন ও সাকিব আল হাসান। বসুন্ধরা কিংস থেকে দলে আছেন আনিসুর রহমান জিকো ও মেহেদি হাসান শ্রাবণ।
প্রাথমিক দলের ৩৮ জন
গোলরক্ষক: মিতুল মারমা, আনিসুর রহমান জিকো, সুজন হোসেন, সাকিব আল হাসান, মেহেদি হাসান শ্রাবণ।
রক্ষণভাগ: তপু বর্মণ, তারিক কাজী, মুরাদ হাসান, শাকিল হোসেন, ইয়াসিন খান, মেহেদি হাসান, শাকিল আহমেদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, সুশান্ত ত্রিপুরা, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, সাদ উদ্দিন।
মধ্যমাঠ: হামজা চৌধুরী,জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, মো.সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন।
আক্রমণভাগ: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, রফিকুল ইসলাম, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহামেদুল ইসলাম।