ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেড থেকে আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের নারী ফুটবলার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপনা চাকমা। তবে প্রথমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের বিদেশি লিগে খেলার অনুমতি দিতে অনিচ্ছুক ছিল। শেষ পর্যন্ত নিজেদের অবস্থান পরিবর্তন করে দুই ফুটবলারকেই ছাড়পত্র প্রদান করেছে সংস্থাটি।

জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার মাসুরা পারভীন জানিয়েছেন তারা দুইজনই ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে যাচ্ছেন। ফেডারেশন থেকে ইতিমধ্যেই ছাড়পত্র দেওয়া হয়েছে এবং তাদের পূর্ববর্তী ক্লাব নাসরিন একাডেমি ও বাফুফে প্রয়োজনীয় কাগজপত্র ইতোমধ্যে ভুটানে পাঠিয়েছে। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এই ব্যাপারে তাদের সহযোগিতা করেছেন।

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ছাড়পত্র দেওয়ার কারণ সম্পর্কে বলেন, ‘মাসুরা ছুটিতে যাওয়ার আগে অনুরোধ করেছিল। বিদেশি লিগে খেলে অভিজ্ঞতা অর্জন তাদের জন্য ইতিবাচক হবে। সে কারণেই অনুমতি দেওয়া হয়েছে।’ তবে কিছুদিন আগেও তিনি জুনে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য বিদেশে খেলতে না দেওয়ার যুক্তি দিয়েছিলেন। সাম্প্রতিক কোচ ইস্যুতে সিনিয়র ফুটবলারদের অসন্তোষের মধ্যেই ফেডারেশন তাদের সিদ্ধান্তে নমনীয় হয়েছে।

এর আগে বাংলাদেশি নারী ফুটবলারদের মধ্যে সাবিনা খাতুন সবচেয়ে বেশি বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। সানজিদা আক্তার ভারতের ইস্ট বেঙ্গল এবং কৃষ্ণা রাণী সরকার ভারতের নারী লিগে খেলেছেন। গত বছর ভুটানের ক্লাবে এএফসি উইমেন্স লিগে অংশ নিয়েছিলেন ঋতুপর্ণা চাকমা। এবার ভুটানের ঘরোয়া লিগে মাসুরা ও রুপনা খেলার সুযোগ পেয়েছেন।

Previous articleবিসিএলে আরামবাগের জয়; সমতায় বাকি দুই ম্যাচ!
Next articleভারতের আক্রমণ রুখে দেয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here