ভুটান নারী ফুটবল লিগে অংশ নিতে এবার রেকর্ড গড়ছে বাংলাদেশ। এই প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে একসঙ্গে অংশ নিচ্ছেন দেশের ১০ জন নারী ফুটবলার। রোববার (১৩ এপ্রিল) সকালে পাঁচ ফুটবলার রওনা দিয়েছেন ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে।

পারো এফসির হয়ে এরই মধ্যে ভুটানে গেছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। আজ তাদের অনুসরণ করে গেছেন আরেক দল—সানজিদা আক্তার, রুপ্না চাকমা, মাসুরা পারভীন, মারিয়া মান্ডা এবং শামসুন্নাহার সিনিয়র।

তাদের সঙ্গে থাকার কথা ছিল কৃষ্ণা রানী সরকার-এরও। কিন্তু সময়মতো ওয়ার্ক পারমিট না পাওয়ায় আপাতত তার যাত্রা স্থগিত হয়েছে। তবে কাগজপত্র ঠিক হলে দ্রুতই তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।

আগামী ১৯ এপ্রিল শুরু হতে যাচ্ছে ভুটান নারী ফুটবল লিগ। এই টুর্নামেন্টে বাংলাদেশের ১০ জন খেলোয়াড়ের অংশগ্রহণ দেশের নারী ফুটবলের জন্য একটি বড় অর্জন।  তবে তাদের ভুটান যাত্রা দীর্ঘ না-ও হতে পারে। কারণ, জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্ব। সে উপলক্ষে জাতীয় দলের ক্যাম্প শুরু হলে বাফুফে তাদের লিগের মাঝপথ থেকেই দেশে ফিরিয়ে নিতে পারে।

Previous articleকিংসকে হারিয়ে শিরোপার আরো কাছে মোহামেডান
Next articleএএফসি প্রতিনিধির জাতীয় স্টেডিয়াম পরিদর্শন; ভারত থেকে বিশেষজ্ঞ আনছে বাফুফে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here