সাফ অনুর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশীপ ২০২২ এর উদ্বোধনী খেলায় আগামীকাল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল ৪.৩০ মিনিটে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

নিজেদের মাঠে চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধারের মিশন। সঙ্গে রয়েছে সদ্য জাতীয় নারী দলের সাফ জয়ের অনুপ্রেরণা। খেলায় অংশ নিচ্ছে না শক্তিশালী প্রতিপক্ষ ভারত। সব মিলিয়ে শিরোপা জয়ের পথেই চোখ বাংলাদেশের নারীদের কোচ গোলাম রাব্বানী ছোটনের। তবে চ্যালেঞ্জও রয়েছে বটে, একেবাবেরই নতুনদের নিয়ে দল সাজিয়েছেন তিনি। তারপরও আশাবাদী ছোটন বলেন, ‘মেয়েরা কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ঠিকই। তবে এই দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তাদের নিয়ে আমি আশাবাদী। দুই দলের বিপক্ষে আমরা চারটি ম্যাচ খেলবো। আশা করছি, ভালো কিছুই হবে। প্রথম ম্যাচ জয়ের জন্য খেলবো।’

বড়দের অনুপ্রেরণাকে সঙ্গী করে ভালো খেলার প্রত্যাশা অমুর্ধ্ব ১৫ দলের অধিনায়ক রুমা আক্তারের, ‘এক মাস আগে সিনিয়র দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। তাদের অর্জন আমাদের জন্য অনুপ্রেরণার। আমরা দেশবাসীর দোয়া চাই, যেন ভালো ফল হয়।’

কিন্তু চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ভুটানের কোচ এওয়াং ইয়াংচেনের বলেছেন, ‘মেয়েরা খেলার অপেক্ষায় আছে। রোমাঞ্চিতও বলতে পারেন। আমাদের প্রস্তুতি খারাপ নয়। ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছে আছে।’

Previous articleমহিলা লিগ হবে সিঙ্গেল লেগে!
Next articleস্বাধীনতা কাপের ড্র অনুষ্ঠিত; বাছাই খেলবে চার দল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here