আসছে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বে খেলা দল থেকে বেশ কিছু পরিবর্তন এসেছে। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন যুব সাফের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা মিরাজুল ইসলাম। তার সঙ্গে চ্যাম্পিয়ন দলের ডিফেন্ডার শাকিল আহাদ তপুও প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।
ভুটানের বিপক্ষে দুই ম্যাচকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ। কারণ এই দুই ম্যাচের ফলাফল র্যাংকিংয়ে উন্নতিতে প্রভাব ফেলবে এবং আগামী বছরের এশিয়ান কাপে প্রতিপক্ষ নির্বাচনে বড় ভূমিকা পালন করবে। তাই এই দুই ম্যাচেই জয় তুলে নিয়ে র্যাংকিংয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। সেই মিশনে বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা তার ২৩ সেনানীকে বেছে নিয়েছেন।
ভুটান ম্যাচের জন্য বাংলাদেশ দল:
গোলকিপার: মিতুল মারমা, হোসেন সুজন ও পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল ও শাকিল আহাদ তপু।
মিডফিল্ডার: সোহেল রানা, মো. হৃদয়, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, চন্দন রায় ও মজিবুর রহমান জনি।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রাব্বি হোসেন রাহুল ও মিরাজুল ইসলাম।