প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর কিছুটা চিন্তা পড়ে গিয়েছিলো বাংলাদেশ নারী অনুর্ধ্ব ১৯ দলের কোচ গোলাম রাব্বানি ছোটন। কিন্তু আজ ভূটানের বিপক্ষে গোলের বন্যা বসিয়ে দুশ্চিন্তা কমেছে বাংলাদেশের মেয়েদের। একে একে ছয়টি গোল দিলো মারিয়া-তহুরা’রা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ভুটানের ডিফেন্ডার বল বিপদমুক্ত করতে গেলে তহুরার পায়ে লেগে বল নেপালের জালে জড়িয়ে যায়। এরপর অনেক চেষ্টা পর গোল না হলেও প্রথমার্ধে শেষ দিকে আরো দুটি গোল দেয় বাংলাদেশ। ম্যাচের ৪১ মিনিটে মারিয়া মান্ডার একটি লং পাস নিয়ন্ত্রণে নিয়ে ডান প্রান্ত থেকে কোনাকুনি শটে গোল করেন শাহেদা আক্তার রিপা। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। রিপার ক্রসে হেডে গোল করেন তহুরা খাতুন। এতে ৩-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

বিরতি পর ম্যাচে আরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। খেলার ৪৭ মিনিটে আনুচিং মুগিনির বাড়ানো বলে রিপা গোলমুখে নেয়া শট ভুটান গোলরক্ষকের হাত ফসকে বল জালে জড়িয়ে আত্মঘাতী গোল হয়ে যায়। ম্যাচের ৬৯ মিনিটে ঋতু পর্ণা চাকমা করেন ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন গোল। বা পায়ের হাফ ভলিতে বল জালের ঠিকানায় পৌঁছান তিনি। ম্যাচের একেবারে শেষ সময়ে ভূটানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মারিয়া মান্ডা। জটলার মধ্য থেকে দলের পক্ষে ষষ্ঠ গোলটি করেম বাংলাদেশ দলের অধিনায়ক।

এই জয়ে ফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে থাকলো বাংলাদেশ দল। আগামী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ভারত।

Previous articlePin Up Казино
Next articleকলিন্ড্রেসের জাদুতে সাইফকে হারিয়ে ফাইনালে আবাহনী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here