আজ মৌসুমের প্রথম ঢাকা ডার্বি কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।আবাহনী মোহামেডান মানেই সবসময় বাড়তি কিছু। তাই ম্যাচটি ঘিরে দুই দলের কোচ, খেলোয়াড় ও সমর্থকদের ভেতর উন্মাদনার কমতি নেয়।

আবাহনীর এবার কোচ থেকে শুরু করে ফুটবলার সবাই দেশীয়, শুধু দেশিদের নিয়ে অবশ্য মৌসুমের প্রথম তিন ম্যাচই জিতেছে আকাশি-নীলরা। দুটি প্রিমিয়ার লিগে, অন্যটি ফেডারেশন কাপে। আবাহনীর সামনে তাই জয়ের ধারায় থাকার চ্যালেঞ্জ।

শেষ কিছু মৌসুমে মোহামেডান আবাহনীর চেয়ে ভালো ফুটবল খেলছে। শেষ ৫ ম্যাচের হিসাবে ২জয় ও ৩ ড্র তে মোহামেডানের-ই রাজত্ব। তাই এই ম্যাচে মোহামেডানকে ফেবারিট হিসাবে ভাবাই যায়। বাকিটা ম্যাচের ফলাফল বলে দিবে।

আবাহনীর কোচ মারুফুল হক বলেন,

“আবাহনী মোহামেডানকে কোন অংশে ছাড় দিবে না।আমরা আমাদের মতই খেলতে চাই।”

অন্যদিকে ফেডারেশন কাপে শেষ ম্যাচে হেরে কিছুটা হতাশাতেই আছে মোহামেডান, কিন্তু লিগে তাদের ভালো ফলাফল তাদের উতসাহ যোগাবে। মোহামেডান গত মৌসুমে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে পাল্লা দিয়েছে। যদিও কোনো শিরোপার স্বাদ পায়নি। এবার চ্যালেঞ্জ কাপে কিংসের কাছে হারলেও লিগে তারা আগের রাউন্ডে হারিয়ে দিয়েছে চ্যাম্পিয়নদের।

স্কোয়াড বিবেচনায় আবাহনীর চেয়ে কিছুটা এগিয়ে মোহামেডান। তাও ঢাকা ডার্বি সবসময় আলাদা। মোহামেডানের কোচ আলফাজ আহম্মেদ বলেন,

“আমরা আমাদের সর্বোচ্চ দিয়েই খেলবে, দুই দল-ই দেশের ফুটবলকে প্রতিনিধিত্ব করে।”

Previous articleর‌্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশের নারীরা; বেতন নিয়ে অনিশ্চয়তা
Next articleঢাকা ডার্বিতে মোহামেডানের জয়;ওয়ান্ডারার্সের জালে পুলিশের গোল বন্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here