বাফুফের অন্যতম গুরুত্বপূর্ন মহানগরী লিগ কমিটি পূর্ণাঙ্গ হয়েছে কদিন আগেই। নতুন সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফকে চেয়ারম্যান করে এই কমিটি গঠন করা হয়। ৯ সদস্যের এই স্ট্যান্ডিং কমিটি ক্লাব প্রতিনিধিদের নিয়ে তাদের প্রথম সভা করেছে আজ। যেখানে আলোচনার মূল বিষয় ছিল খেলা আয়োজনে পর্যাপ্ত মাঠ ও অর্থ সংকট!

কমিটির চেয়ারম্যান সাব্বির আহমেদ আরেফ ক্লাবগুলোর কাছ থেকে লিখিতভাবে সমস্যার কথা জানতে চেয়েছেন। একইসঙ্গে ক্লাবগুলোর দাবি ছিল মাঠের সংকট উত্তরণের। এছাড়া আরো একটা গুরুত্বপূর্ন সিদ্ধান্ত এসেছে আজকের সভায়।

আগামী বিসিএলে দলের সংখ্যা বাড়াতে সিনিয়র ডিভিশন লিগ থেকে ৪ দলকে প্রমোশনের ভাবনা ছিল বাফুফের। তবে সে জায়গায় সিনিয়র ডিভিশন লিগ অসম্পূর্ণ অবস্থায় শেষ হওয়ায় উন্মুক্ত রেজিস্ট্রেশনের জন্য নির্দেশনা দিয়েছে নতুন কমিটি। বাফুফের নির্দিষ্ট প্রোটোকল মেনে বিসিএল খেলতে আবেদন করতে পারবে সিনিয়র ডিভিশন লিগের ক্লাবগুলো। নিজেদের মেয়াদে পাতানো ম্যাচ ও রেফারিংয়ের মান উন্নয়নে কঠোর অবস্থানে থাকার ঘোষণাও দিয়েছে নতুন এই স্ট্যান্ডিং কমিটি।

Previous articleকিট স্পন্সর পাচ্ছে জাতীয় দল!
Next articleস্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা মুক্তিযোদ্ধা নয় বলে প্রস্তাব!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here