বসুন্ধরা গ্রুপ মহিলা ফুটবল লীগ ২০২১-২২ এ নিজেদের আধিপত্য ধরে রেখেছে বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভুইঁয়া মানিক কলেজ ক্লাব। দুই দলই পেয়েছে বড় জয়।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও কুমিল্লা ইউনাইটেড। ম্যাচে বসুন্ধরা কিংস ১২-০ গোলে জয়ী হয়। বসুন্ধরা কিংস এর হয়ে মার্জিয়া ২ মিনিটে প্রথম, ৯ মিনিটে দ্বিতীয়, সানজিদা ১৮ মিনিটে তৃতীয়, ২৬ মিনিটে ষষ্ঠ, ৪৫ মিনিটে নবম, সাবিনা ২০ মিনিটে চতুর্থ, শিউলি ২৩ মিনিটে পঞ্চম, ইশরাত জাহান স্বপ্না ৩৩ মিনিটে সপ্তম, ৩৯ মিনিটে অষ্টম, মারিয়া ৫০ মিনিটে দশম, মাসুরা ৫৭ মিনিটে এগারোতম, রুপনা চাকমা পেনাল্টি থেকে ৮৩ মিনিটে বারোতম গোল করেন।

দিনের দ্বিতীয় ম্যাচে একই মাঠে খেলে আতাউর রহমান ভুঁইয়া কলেজ সিএসসি ও এফসি ব্রাহ্মণবাড়িয়া। ম্যাচে আতাউর রহমান ভুঁইয়া কলেজ সিএসসি ৮-০ গোলে জয়ী হয়। আতাউর রহমান ভুঁইয়া কলেজ সিএসসি এর হয়ে রিপা ১৯ মিনিটে প্রথম, ৭৮ মিনিটে ষষ্ঠ, কোহাতি ৩৭ মিনিটে দ্বিতীয়, মাহফুজা ৪৫+২ মিনিটে তৃতীয়, ৬৭ মিনিটে চতুর্থ, স্বপ্না রানী ৭০ মিনিটে পঞ্চম, নওশন ৮১ মিনিটে সপ্তম এবং মিরোনা ৮৯ মিনিটে অষ্টম গোল করেন।

এই দুই দলের জয় যাত্রার ফলে অঘোষিত এক ফাইনালের দিকেই এগিয়ে যাচ্ছে মহিলা লিগ। সিঙ্গেল লেগ সিস্টেমে চলমান লিগে বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভুঁইয়া কলেজ সিএসসি’র মধ্যকার ম্যাচটিই হতে যাচ্ছে শিরোপা নির্ধারণী ম্যাচ।

Previous articleস্বাধীনতা ক্রীড়া সংঘের জয়ে শুরু চ্যাম্পিয়নশিপ লিগ
Next articleবিসিএলে পয়েন্ট ভাগাভাগি করলো ফর্টিস একাডেমি-নোফেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here