বসুন্ধরা গ্রুপ মহিলা ফুটবল লীগে আজ বরিশাল ফুটবল একাডেমি জয় পেয়েছে। বরিশাল ২-০ গোলে পরাজিত করেছে কুমিল্লা ইউনাইটেডকে। অন্যদিকে এফসি ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা রেঞ্জার্স এফসি’র মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় বরিশাল ফুটবল একাডেমি। খেলার ৩১ মিনিটে একটি কর্নার থেকে বক্সের ভিতর অপেক্ষমান ইলিয়া মনি পা ছুঁইয়ে তা জালের ঠিকানায় পৌঁছে দিলে লিড পায় বরিশাল। এর পাঁচ মিনিট পরই প্রথম গোলদাতা ইলা মনির দূর্দান্ত থ্রু পাস থেকে বল নিয়ে ডিবক্সে ডুকে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল তুলে দিয়ে গোল করেন সিনহা। এতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বরিশাল।
দ্বিতীয়ার্ধে দুইদলই কিছু সুযোগ তৈরি করলেও আর কোন গোল হয়নি। এতে জয় নিশ্চিত হয় বরিশালের। দুই ম্যাচে দুই জয় নিয়ে পূর্ণ ছয় পয়েন্ট অর্জন করেছে তারা।
দিনের অন্য ম্যাচে খেলার ২২ মিনিটে রাফাজা’র ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে লিড নেয় ঢাকা রেঞ্জার্স। তবে বিরতির পর ৫৪ মিনিটে আমেনা ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে সমতা আনেন। শেষ পর্যন্ত ১-১ গোলের ব্যবধানে শেষ হয় ম্যাচটি।